এখনি বিয়ের পরিকল্পনা নেই, তবে রয়েছে প্রেম

এপার-ওপার দুই বাংলায় সমান জনপ্রিয় ঢালিউড অভিনেত্রী জয়া আহসান। সিনেমাপ্রেমীদের কাছে এ অভিনেত্রী ভীষণ জনপ্রিয়। ৫০ পেরিয়ে গেলেও বয়স যেন এখনো পঁচিশে দাঁড়িয়ে। পর্দায় বিভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তুলে দর্শকদের মন জয় করে চলেছেন অভিনেত্রী। তার অভিনয়ের সাবলীলতায় মুগ্ধ সিনেমাপ্রেমীরা।
 
এ মুহূর্তে অভিনেত্রী তার নতুন সিনেমা নিয়ে ভীষণ ব্যস্ত। আগামী শুক্রবার (১৬ মে) মুক্তি পাচ্ছে জয়া আহসানের সিনেমা ‘জয়া আর শারমিনের গল্প’। ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমার এক মিনিট ১৯ সেকেন্ডের সেই ট্রেলার।

করোনা মহামারির সময় লকডাউনে আটকে থাকা দুই নারীর বন্ধুত্বের গল্প নিয়ে নির্মাণ হয়েছে ‘জয়া আর শারমিনের গল্প’। এটি নির্মাণ করেছেন পিপলু আর খান। সেই সিনেমা মুক্তি সামনে রেখে ট্রেলারটি দর্শকদের দেখার আহ্বান জানিয়ে একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন তার প্রেম-ভালোবাসা ও বিয়ের কথা।

বিয়ে প্রসঙ্গে জয়া আহসান বলেন, আপাতত বিয়ের কোনো পরিকল্পনা নেই। আমি সবসময় একটা কথাই বলি— আমি কখনো রোডম্যাপ করে চলি না। যদি কখনো ইচ্ছে হয়, বিয়েশাদি করেই নিতে পারি। কিন্তু আপাতত এ মুহূর্তে কোনো প্ল্যান নেই।

প্রেমে আছেন কিনা—এমন প্রশ্নের উত্তরে অভিনেত্রী বলেন, প্রেম রয়েছে। আমার প্রেমটা সিনেমাপ্রেমীদের নিয়ে, আমার কাজ নিয়ে। আসলে অনেক আগেই হয়ে গেছে এটা। তিনি বলেন, আমার সিনেমার কাজের সঙ্গে যেটা সত্যিকার অর্থে আমার বড় প্রেম। দর্শক রাগ করুক বা বলুক যে জয়া একঘেয়ে কথা বলে। কিন্তু আমার প্রেম, বিয়ে, সংসার— সবকিছুই ওই অভিনয়ের সঙ্গেই।

অভিনেত্রী আরও বলেন, দর্শকদের কাছে আমার সবসময় কৃতজ্ঞতা এবং সেটি আন্তরিকভাবে। জয়া বলেন, আমি খুবই সাধারণ একজন মানুষ। আর সেই জায়গা থেকে আপনারা আমাকে একটি জায়গা দিয়েছেন, আমাকে ভালোবেসেছেন। সে জন্যই আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

এমআর\টিএ


Share this news on:

সর্বশেষ

img
শাহবাগে জাতীয় সংগীত গাওয়াতে বাধা আমাদের মনে দাগ কাটে : এ্যানি May 12, 2025
img
যুক্তরাজ্যে ব্যাপক অভিবাসন সংস্কার ঘোষণা May 12, 2025
img
বাংলাদেশি ৩ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি May 12, 2025
ছোটদের সঙ্গে আচরণের নিয়ম | ইসলামিক জ্ঞান May 12, 2025
img
রাজধানীতে দুই বোনকে হত্যা, সিসিটিভি দেখে ভাগ্নে গ্রেফতার May 12, 2025
শুটিং সেটে দুর্ঘটনা, মাথায় আঘাত পেলেন তটিনী May 12, 2025
সাকিব মাশরাফি সিনিয়র ক্যাপ্টেন ছিলেন; লিটন কুমার দাস May 12, 2025
আইপিএল বাতিল হলে লোকসান হত ৩০১৫ কোটি টাকা! ম্যাচ প্রতি আয় কত May 12, 2025
img
দাবদাহে নদীর পানি দিয়ে কার্যালয় ঠান্ডা রাখছে জাতিসংঘ May 12, 2025
img
জাতিসংঘ শান্তিরক্ষা সম্মেলনে যোগ দিতে বার্লিনে পররাষ্ট্র উপদেষ্টা May 12, 2025