আ. লীগকে নিষিদ্ধ করায় ঢাবিতে গরু-ছাগল দিয়ে ভুড়িভোজ

আওয়ামী লীগকে অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষণার প্রতিক্রিয়ায় দুটি গরু ও একটি ছাগল জবাই করে প্রতীকী উৎসবের আয়োজন করেছেন জুলাই রেভ্যুলুশনারী অ্যালায়েন্স ও প্রাইভেট ইউনিভার্সিটি ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (পিইউএনএবি)।

সোমবার (১২ মে) জাতীয় জাদুঘরের সামনে ‘৪০৪ আওয়ামী লীগ নট ফাউন্ড’ শিরোনামে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে দুটি গরু ও একটি ছাগল জবাই করা হয়েছে। গরু একটার নাম শেখ মুজিব, আরেকটি শেখ হাসিনা ও ছাগলের নাম রাখা হয়েছে কাদের৷

উপস্থিত আয়োজকরা জানান, এই কর্মসূচির মূল প্রতীক ছিল ফ্যাসিবাদ বিরোধী সংগ্রামের বিজয় হিসেবে আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণার প্রতীকী উদযাপন। দুইটি গরু কোরবানি দিয়ে এই কর্মসূচির মাধ্যমে ফ্যাসিবাদ ও নিপীড়নের অবসানকে উদযাপন করেন।

তারা জানান, এটি কোনো ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, বরং প্রতীকী প্রতিবাদের একটি রূপ, যার মাধ্যমে তারা কর্তৃত্ববাদী শাসনের অবসান কামনা করেন।

অনুষ্ঠানে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সচেতন নাগরিকরা অংশ নেন এবং প্ল্যাকার্ড ও পোস্টার বহন করে ফ্যাসিবাদবিরোধী স্লোগান দেন। আয়োজকরা বলেন, এই উদযাপন শুধু অতীতের জবাব নয়, বরং ভবিষ্যতের জন্য একটি বার্তা—ফ্যাসিবাদ ও একদলীয় শাসনের স্থান এই দেশে আর নেই।

আয়োজকদের মধ্যে তানজীমুল ইসলাম শোভন নামে একজন বলেন, দেশের সকল শ্রেণি পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, বিভিন্ন সামাজিক সংগঠনের সংগঠক, সাংবাদিক, পুলিশসহ সকল শ্রেণি-পেশার মানুষকে এখান থেকে খাওয়ানো হবে।

আরএ/টিএ



Share this news on:

সর্বশেষ

মোদিকে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে বললেন রাহুল গান্ধী May 12, 2025
চীনা পণ্যে কমল ট্রাম্পের শুল্ক বোঝা, হাঁফ ছেড়ে বাঁচল বেইজিং May 12, 2025
আ.লীগের পর জাতীয় পার্টিকে ব্যানের আহ্বান May 12, 2025
img
কালকিনিতে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০ May 12, 2025
ভ্রমণে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা বাড়ছে May 12, 2025
img
সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে উদ্যম বাংলাদেশ ও ডিএনসিসি May 12, 2025
img
ঈদুল আজহা : ৩০ মে শুরু ফিরতি ট্রেনের টিকিট বিক্রি May 12, 2025
img
দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে বাংলাদেশ বিরোধী লোকের কবিতা আবৃত্তি করে কীসের চেতনা? May 12, 2025
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাশেষে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা May 12, 2025
img
গ্রেফতার এড়াতে সাংবাদিক পরিচয় দিতেন ছাত্রলীগ সভাপতি May 12, 2025