বিয়ের দাবিতে অনশন, তরুণীকে মারধরের অভিযোগ

জামালপুরের মেলান্দহে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করা সেই তরুণীকে মারধরের অভিযোগ উঠেছে। রবিবার (১১ মে) রাত ২টার দিকে প্রেমিক সাগরের মা-বাবা ও তার ভাই তরুণীকে মারধর করেন বলে অভিযোগ করেন ভোক্তভোগী তরুণী। এ ঘটনায় সোমবার সকাল সেই তরুণী বাদী হয়ে মেলান্দহ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

এর আগে রবিবার সকালে উপজেলার শিহুরী মধ্যপাড়ায় প্রেমিক সাগরের বাড়িতে বিয়ের দাবিতে নেন সেই তরুণী।এ সময় প্রেমিকার উপস্থিতি টের পেয়ে মা-বাবাসহ বাড়ি ছেড়ে পালিয়ে যান সাগর।

জানা যায়, প্রেমের সম্পর্কে থাকাকালীন ওই তরুণীর সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্ক জড়িয়েছেন প্রেমিক সাগর। এখন তরুণী বিয়ের কথা বললে সাগর তাকে বিয়ে করতে অস্বীকার করেন। জানান, সারাজীবন সেই তরুণীর বন্ধু হয়ে থাকতে চান তিনি।তাই বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছিলেন ওই তরুণী।
 
ভোক্তভোগী তরুণী বলেন, 'রাত ১০টার দিকে পুলিশ এসে এখানে কি জন্য এসেছি জানতে চান। তারা আমাকে এখান থেকে চলে গিয়ে থানায় অভিযোগ দায়ের করার কথা বলেন। পুলিশ চলে গেলে রাত ২টার দিকে সাগরের মা-বাবা ও তার ভাই আমাকে মারধর করেন।

এর কিছুক্ষণ পরেই ৭-৮ জন লোক পুলিশের পরিচয়ে আমার বাবাকে ফোন দিয়ে আসতে বলেন। মা-বাবা আসলে তারা নিজেদের বিএনপির লোক পরিচন দেন। পরে তারা সমঝোতার আশ্বাস দিয়ে আমাদের বাড়িতে পাঠিয়ে দেন।’
 
ভুক্তভোগী তরুণীর বাবা বলেন, 'আমাকে রাতে একজন ফোন দিয়ে বলে পুলিশের পরিচয় দেন। তিনি বলেন, আপনি সাথে আরেকজন লোক নিয়ে সাগরের বাড়িতে আসেন, আমরা তাদের বিয়ে পড়িয়ে দিব।

আসার পর তারা নিজেদের বিএনপির লোক পরিচয় দিয়ে বলেন, আপনারা এখন মেয়েকে নিয়ে চলে যান। কাল সকালে আসবেন। বিয়ে না হলে কাল থানায় গিয়ে আমরা থেকে মামলা দিয়ে দিব। এখন থানায় এসে তাঁদেরকে বারবার কল দিচ্ছি কিন্তু তারা আসছেন না।তরুণীকে মারধরের বিষয়ে অভিযুক্ত সাগরের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয়নি।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম জানান, ওই তরুণী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি বলেছেন বিয়ের প্রলোভনে তার সাথে একাধিকবার শারীরিক সম্পর্ক করেছেন অভিযুক্ত প্রেমিক। এ ঘটনায় একটি ধর্ষণ মামলা করা হবে।


এমআর\টিএ

Share this news on:

সর্বশেষ

img
সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার May 13, 2025
মোদিকে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে বললেন রাহুল গান্ধী May 12, 2025
চীনা পণ্যে কমল ট্রাম্পের শুল্ক বোঝা, হাঁফ ছেড়ে বাঁচল বেইজিং May 12, 2025
আ.লীগের পর জাতীয় পার্টিকে ব্যানের আহ্বান May 12, 2025
img
কালকিনিতে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০ May 12, 2025
ভ্রমণে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা বাড়ছে May 12, 2025
img
সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে উদ্যম বাংলাদেশ ও ডিএনসিসি May 12, 2025
img
ঈদুল আজহা : ৩০ মে শুরু ফিরতি ট্রেনের টিকিট বিক্রি May 12, 2025
img
দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে বাংলাদেশ বিরোধী লোকের কবিতা আবৃত্তি করে কীসের চেতনা? May 12, 2025
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাশেষে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা May 12, 2025