জাফলংয়ে পাথরে আটকে প্রাণ গেল শ্রমিকের

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পিয়াইন নদীতে পাথর উত্তোলনের সময় পানির নিচে পাথরে আটকা পড়ে রজব আলী (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১২ মে) সকাল সাড়ে ১০টার দিকে।

নিহত রজব গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং এলাকার বড়কনা হাউজের বাসিন্দা রহমত উল্লাহের ছেলে।

জানা গেছে, সোমবার ভোর থেকে পিয়াইন নদীতে ডুব দিয়ে পাথর উত্তোলন করছিলেন মধ্য জাফলং এলাকার রজব আলী।

পাথর উত্তোলন করতে নৌকা থেকে বারবার পানিতে ডুব দিচ্ছিলেন। এক পর্যায়ে পানিতে ডুব দিয়ে তিনি আর ওঠেননি। সঙ্গী লোকজন পানিতে নেমে তাকে খোঁজাখুজি করে না পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে।

গোয়াইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।’

আরএ/টিএ

Share this news on: