অধিনায়কত্ব নিয়ে লিটন বললেন, 'চাপের কিছু নেই'

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাময়িক অধিনায়কত্ব পেয়ে লিটন দাস সবার মন জয় করেছিলেন। এরপর থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সহ দীর্ঘমেয়াদি দায়িত্ব পেয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার। প্রায় দীর্ঘ সময় ধরেই জাতীয় দলকে নেতৃত্ব দেবেন—তবুও তিনি এই দায়িত্বে কোনো ধরনের চাপ অনুভব করছেন না। আজ সোমবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে নিজের অধিনায়কত্ব নিয়ে তিনি এ প্রসঙ্গে মন্তব্য করেন।

লিটন বলেন, “চাপের কোনো ব্যাপার নেই। আমি অধিনায়ক হওয়ার আগে দলের পারফরম্যান্স ভালো না-ও ছিল, এমন নয় যে এখন আরও খারাপ হবে। এটা (অধিনায়কত্ব) আমার জন্য একটি প্লাস পয়েন্ট হতে পারে। আমি বিশ্বাস করি, যারা ইতিবাচক চিন্তাভাবনা করে, তারা ব্যর্থ হলেও ১–২ দিনের মধ্যে ফলাফল ফিরিয়ে আনতে পারে। আমি সেই মানসিকতায় আছি—ফলাফল আমার দলে আসবে এই বিশ্বাসে।”

নিজের দৃষ্টিভঙ্গি নিয়ে লিটন জানান, “আগে সব পরিকল্পনা সেসব সিরিজের জন্য অস্থায়ীই ছিল। কিন্তু এখন যখন দীর্ঘমেয়াদী সুযোগ এসেছে, আমার ভাবনাগুলোও ভবিষ্যত কেন্দ্রীক হবে। সিরিজের পরিকল্পনা অবশ্যই থাকবে, তবে ভবিষ্যতের ভিশনটাও মাথায় থাকবে।”

দলের উন্নতির জন্য লিটন যোগ করেন, “বাংলাদেশকে এগিয়ে যেতে হলে প্রত্যেক ক্রিকেটারের দায়িত্ব পালন জরুরি। আমরা ভালো খেললে দল এগিয়ে যাবে। আমি যতটা সম্ভব বিসিবির সঙ্গে যোগাযোগ রাখব, তার থেকেও বেশি সময় দেব খেলোয়াড়দের—তাদের প্রয়োজন কী এবং কোন ক্ষেত্রগুলিতে উন্নতি দরকার, তা বোঝার জন্য। আমি আসছি; যত সময় যাবে, তত বিষয়গুলোর সাথে অভ্যস্ত হব।”


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার May 13, 2025
মোদিকে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে বললেন রাহুল গান্ধী May 12, 2025
চীনা পণ্যে কমল ট্রাম্পের শুল্ক বোঝা, হাঁফ ছেড়ে বাঁচল বেইজিং May 12, 2025
আ.লীগের পর জাতীয় পার্টিকে ব্যানের আহ্বান May 12, 2025
img
কালকিনিতে হর্ন বাজানো নিয়ে সংঘর্ষ, আহত ১০ May 12, 2025
ভ্রমণে বাংলাদেশিদের জন্য ভিসা জটিলতা বাড়ছে May 12, 2025
img
সামাজিক উন্নয়নে যৌথভাবে কাজ করবে উদ্যম বাংলাদেশ ও ডিএনসিসি May 12, 2025
img
ঈদুল আজহা : ৩০ মে শুরু ফিরতি ট্রেনের টিকিট বিক্রি May 12, 2025
img
দিল্লি না ঢাকা স্লোগান দিয়ে বাংলাদেশ বিরোধী লোকের কবিতা আবৃত্তি করে কীসের চেতনা? May 12, 2025
আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভাশেষে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা May 12, 2025