দুই ফরম্যাট থেকে অবসরের পর ওয়ানডে নিয়ে যা ভাবছেন রোহিত

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নেন রোহিত শর্মা। আর এবার টেস্ট থেকেও অবসরের ঘোষণা দিয়েছেন ভারতের সাবেক এই অধিনায়ক। টেস্ট ও টি-টোয়েন্টিতে রোহিতকে আর দেখা না গেলেও এখনো ওয়ানডে নিয়ে কোনো সিদ্ধান্ত নেননি তিনি।
 
তবে রোহিতের ওয়ানডে ক্যারিয়ারও শেষের দিকে। আর খুব বেশি দিন হয়তো আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাবেন না তিনি। গুঞ্জন আছে, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শেষেই অবসর নেবেন রোহিত। অবশ্য এ নিয়েই এবার নিজেই কথা বলেছেন তিনি।

রোহিত বলেন, 'আমি যেভাবে খেলতে অভ্যস্ত, সেভাবেই খেলব। আগে আমি প্রথম ১০ ওভারে ৩০টা বল খেলে ১০ রান করতাম। তবে এখন যদি আমি ২০টা বল খেলি তাহলে আমার মনে হয় যে, ৩০-৩৫ এমনকি ৪০ রান তুলতে পারব না কেন? যেদিন ব্যাট চলে, ১০ ওভারে ৮০ রান মন্দ কি? এখন আমার দৃষ্টিভঙ্গি এমনটাই।'
 
সময়ের সঙ্গে রোহিতের খেলার ধরনেও কিছুটা পরিবর্তন এসেছে। স্থগিত থাকা আইপিএলেও রোহিতকে শুরুর দিকে বেশ ভুগতে দেখা গেছে। শেষ দিকেও তিনি যে ম্যাচে রান পেয়েছেন, সেটাতে বড় রান করেছেন। আর যে ম্যাচে ভালো শুরু পাননি, সেই ম্যাচে ভুগেছেন।

রোহিত বলেন, 'আসলে এখন আমি ভিন্নভাবে ক্রিকেট খেলতে চাই। আমি কোনও কিছুকেই নিশ্চিত বলে ধরে নিচ্ছি না। এমনটা নয় যে, আমি ২০-৩০ রান করব এবং খেলা চালিয়ে যাব।'
 
'যেদিন আমার মনে হবে যে, আমি যেটা করতে চাইছি, মাঠে সেটা করতে পারছি না, সেদিন খেলা ছেড়ে দেব। এই বিষয়ে কোনও সন্দেহ নেই। তবে এই মুহূর্তে আমার মনে হচ্ছে যে, আমি যেটা করছি, সেটা দলের কাজে লাগছে।'-যোগ করেন তিনি।

এমআর\টিএ


Share this news on:

সর্বশেষ