কাতারের বোয়িং ৭৪৭ মার্কিন সরকারের ইতিহাসে অন্যতম দামি উপহার হতে পারে

কাতারের রাজপরিবারের থেকে একটি বোয়িং ৭৪৭-৮ বিমান নেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্পের প্রশাসন। ট্রাম্পের দাবি, এটি উপহার হিসাবে নিচ্ছে তারা। বিমানটি শেষ পর্যন্ত উপহার হিসাবে পেলে মার্কিন সরকারের পাওয়া সবচেয়ে দামি উপহারের মধ্যে একটি হতে পারে এই বিমান।

নিজের জন্য নতুন সরকারি বিমান (এয়ার ফোর্স ওয়ান) নেওয়ার পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, কাতারের রাজপরিবারের থেকে একটি বোয়িং ৭৪৭-৮ বিমান নেওয়ার পরিকল্পনা করছে ট্রাম্পের প্রশাসন। আমেরিকার দাবি, তারা বিমানটি উপহার হিসাবে পাচ্ছে। যদিও কাতারের বক্তব্য, এটি সাময়িক ভাবে আমেরিকাকে ব্যবহার করতে দেওয়া হবে। এই বিষয়ে চূড়ান্ত কোনও সিদ্ধান্তও এখনও পর্যন্ত নেওয়া হয়নি।

বাণিজ্যিক ভাবে ব্যবহৃত একটি বোয়িং ৭৪৭-৮ বিমানের আনুমানিক মূল্য প্রায় ৪০ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ৩,৩৯৫ কোটি টাকা)। এটি যদি উপহার হিসাবে পেয়ে যায় আমেরিকা, তবে মার্কিন প্রশাসনের সবচেয়ে মূল্যবান উপহারের মধ্যে অন্যতম হতে পারে এটি। ট্রাম্পও নিজের সমাজমাধ্যমের পাতায় বিমানটিকে উপহার হিসাবেই ব্যাখ্যা করেছেন। তিনি লিখেছেন, “(মার্কিন) প্রতিরক্ষা দফতর একটি উপহার পাচ্ছে। সম্পূর্ণ বিনামূল্য একটি ৭৪৭ বিমান পাচ্ছে।” যদিও ওই পোস্টে তিনি এ-ও জানিয়েছেন, এটি সাময়িক ভাবে ‘এয়ার ফোর্স ওয়ান’ হিসাবে ব্যবহার করা হবে। ‘এয়ার ফোর্স ওয়ান’-এর ৪০ বছর পুরনো বিমানকে বদলে ফেলা হবে এই নতুন সংস্করণের বিমান দিয়ে।

বিলাসবহুল এই বিমানটি ‘উপহার’ নেওয়া ঘিরে আমেরিকার অন্দরে প্রশ্ন উঠতে পারে বলেও মনে করছে ট্রাম্পের প্রশাসন। সেই মতো আগে থেকে প্রস্তুতি নিতেও শুরু করে দিয়েছে তারা। হোয়াইট হাউসের প্রেসসচিব ক্যারোলিন লেভিট বলেন, “ভিন্‌ দেশের কোনও সরকার উপহার দিলে তা আইন মেনেই গ্রহণ করা হবে। স্বচ্ছতা বজায় রাখতে প্রেসি়ডেন্ট ট্রাম্প সবসময় বদ্ধপরিকর।” যদিও কাতার প্রশাসনের মুখপাত্র আলি আল-আনসারি জানিয়েছেন, একটি বিমানকে ‘এয়ার ফোর্স ওয়ান’-এর জন্য সাময়িক ভাবে ব্যবহার করতে দেওয়ার বিষয়ে আলচনা চলছে দু’দেশের প্রতিরক্ষা দফতরের মধ্যে। তবে এখনও পর্যন্ত কোনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেই জানিয়েছেন তিনি।

এফপি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
একাধিক অভিযোগে রাজউকের সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুরকে দুদকে তলব May 13, 2025
img
চুয়াডাঙ্গায় প্রকাশ্য দিবালোকে শিক্ষার্থীকে হত্যা May 13, 2025
img
ঢাকায় বাংলাদেশ-ভিয়েতনাম যৌথ বাণিজ্য কমিটির সভা আজ May 13, 2025
img
উচ্চশিক্ষায় ১৫% ভ্যাট প্রত্যাহারের আহ্বান প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোর May 13, 2025
img
চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন মির্জা ফখরুল May 13, 2025
img
মিষ্টিতে মশা-মাছি-তেলাপোকা পাওয়ায় জরিমানা ৪০ হাজার May 13, 2025
সূর্য উঠলে পরিষ্কার হবে, আ.লীগের নিবন্ধন বাতিল প্রসঙ্গে সিইসি May 13, 2025
img
১৭ মে থেকে শুরু হবে বাকি আইপিএল May 13, 2025
img
জুনের আগে ফিরছেন না প্রভাস, 'রাজা সাব' এর টিজার বাতিল May 13, 2025
img
অতিরিক্ত কোলেস্টেরল? নিয়মিত খেতে পারেন যেসব সবুজ খাবার May 13, 2025