ভুটানের উইমেন্স ন্যাশনাল লিগে দুর্দান্ত ফর্মে রয়েছেন বাংলাদেশের নারী ফুটবলাররা। সর্বশেষ ম্যাচে ট্রান্সপোর্ট ইউনাইটেডের বড় জয়ে জোড়া গোল করে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন কৃষ্ণা রানী সরকার।
সোমবার চ্যাংলিমিথাং স্টেডিয়ামে উজিয়েন একাডেমিকে ৮-০ গোলে হারায় ট্রান্সপোর্ট ইউনাইটেড। ম্যাচের দ্বিতীয়ার্ধে দুটি গোল করেন কৃষ্ণা। ৫৫তম মিনিটে এক ডিফেন্ডারকে কাটিয়ে নিচু শটে প্রথম গোলটি করেন তিনি। পরে ৭৮তম মিনিটে সুনিতার শট প্রতিপক্ষ গোলরক্ষক আটকাতে পারলেও ফিরতি বলে সহজেই গোল আদায় করে নেন কৃষ্ণা।
বাংলাদেশি ফরোয়ার্ড ছাড়াও এ ম্যাচে ট্রান্সপোর্ট ইউনাইটেডের শুরুর একাদশে ছিলেন ডিফেন্ডার মাসুরা পারভীন ও গোলরক্ষক রুপনা চাকমা। রুপনা পুরো ম্যাচে গোল না খেয়ে মাঠ ছাড়েন, ফলে নিজের নামের পাশে একটি ক্লিনশিটও যোগ করেন।
এর আগে, ১০ মে থিম্পু সিটির হয়ে মারিয়া মান্দা ও সানজিদারা ১০ জনের দল নিয়েও জয় পেয়েছিলেন। ওই ম্যাচে একটি গোল করেছিলেন মারিয়া।
টিকে/টিএ