সীমান্ত দিয়ে গবাদিপশু ঢুকলে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা
মোজো ডেস্ক 08:42PM, May 12, 2025
সীমান্ত পথে ভারত থেকে গবাদিপশুর প্রবেশ ঠেকাতে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১২ মে) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আইন-শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ৯ম সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমাদের দেশেই প্রচুর গবাদিপশু আছে। তাই সীমান্ত দিয়ে যাতে কোনো ধরনের গবাদিপশু ঢুকতে না পারে, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি।”
তিনি আরও বলেন, “দুই-একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও সরকারি পর্যায়ে বা বিজিবির নজরে পড়ে এমন কিছু আমরা ঘটতে দিচ্ছি না।”
এ সময় কোরবানির হাটে শৃঙ্খলা বজায় রাখতে পদক্ষেপের কথা জানিয়ে জাহাঙ্গীর আলম বলেন, “গরুর হাটে চাঁদাবাজি রোধে প্রতি হাটে ১০০ আনসার সদস্য মোতায়েনের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া যাত্রীরা যেন নির্বিঘ্নে যাতায়াত করতে পারেন এবং রাস্তায় চাঁদাবাজি না হয়, সে বিষয়েও সজাগ দৃষ্টি রাখা হচ্ছে।”