বাণিজ্য যুদ্ধের তীব্রতা কমিয়ে আনতে ৯০ দিনের জন্য পাল্টাপাল্টি শুল্ক ব্যাপকভাবে কমাতে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও চীন। সোমবার (১২ মে) সুইজারল্যান্ডের জেনেভায় এক উচ্চপর্যায়ের বৈঠকে আলোচনার পর এই চুক্তি হয় বলে বিবিসির খবরে জানানো হয়েছে।
চুক্তি অনুযায়ী, যুক্তরাষ্ট্র চীনা পণ্যের ওপর আরোপিত বর্তমান ১৪৫ শতাংশ শুল্ক কমিয়ে ৩০ শতাংশে নামিয়ে আনবে। অন্যদিকে, চীনও মার্কিন পণ্যের ওপর ১২৫ শতাংশ আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশে নামিয়ে আনবে। আগামী ১৪ মে থেকে এই শুল্ক হ্রাস কার্যকর হবে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, “উভয় দেশই গঠনমূলক ও দৃঢ় আলোচনার মধ্য দিয়ে অভিন্ন স্বার্থে এই সিদ্ধান্তে পৌঁছেছে। আমাদের লক্ষ্য ভারসাম্যপূর্ণ বাণিজ্যের পথে অগ্রসর হওয়া, এবং এটি তারই সূচনা।”
প্রথম দফায় শুল্ক আরোপের ফলে বিশ্ববাজারে ব্যাপক অস্থিরতা তৈরি হয়েছিল, এমনকি বৈশ্বিক মন্দার শঙ্কাও দেখা দিয়েছিল। তবে এবার চুক্তির ঘোষণায় বিশ্ব শেয়ারবাজারে তাৎক্ষণিক ইতিবাচক প্রভাব পড়ে। হংকংয়ের প্রধান সূচক ৩ শতাংশ বেড়ে যায়, ইউরোপীয় বাজারগুলো উচ্চমুখী প্রবণতায় লেনদেন শুরু করে এবং মার্কিন বাজারগুলোর ২–৩ শতাংশ বৃদ্ধির পূর্বাভাস পাওয়া যায়। চীনা মুদ্রা ইউয়ানের দরও বেড়ে ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
চুক্তির অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে চীনের কাছে একটি গুরুত্বপূর্ণ দাবি জানানো হয়েছে—ফেন্টানিল নামের প্রাণঘাতী মাদকের অবৈধ রপ্তানি বন্ধে দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। ওয়াশিংটন জানিয়েছে, এ বিষয়ে চীনের সদিচ্ছা দেখলে ভবিষ্যত সম্পর্ক আরও ইতিবাচক হতে পারে।
এ চুক্তি এমন সময় হলো, যখন দুই অর্থনৈতিক পরাশক্তির মধ্যে চলমান শুল্ক যুদ্ধ বিশ্ব অর্থনীতিকে হুমকির মুখে ফেলেছিল।
এসএস/টিএ