নির্বাচন নিয়ে টালবাহানা বিএনপি মেনে নেবে না : নার্গিস বেগম

বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। অচিরেই জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে।’সোমবার (১২ মে) বিকেলে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়ন মহিলা দল আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। দেশের বিরাজমান পরিস্থিতি পর্যালোচনা ও তৃণমূলে মহিলা দলকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার মুক্তেশ্বরী মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সমাবেশ হয়।

নার্গিস বেগম বলেন, ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করে জনগণের ভোট প্রদানের সুযোগ প্রদান করতে হবে। সেই নির্বাচনে জনগণ তার পছন্দের ব্যক্তিকে বেছে নেবে। জনগণের সমর্থনে গঠিত সরকার রাষ্ট্র পরিচালনার সুযোগ পেয়ে দেশ ও জনগণের সব সমস্যা সমাধান করবে।’

তিনি আরো বলেন, ‘ফ্যাসিস্ট শেখ হাসিনার মতো দেশকে অন্যের কবজায় তুলে দেয়, এমন কাউকে আগামীতে দেশের নেতৃত্ব দেওয়া যাবে না।যার হাতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিষ্কণ্টক এবং জনগণের সকলের গণতান্ত্রিক ও মৌলিক অধিকার অক্ষুণ্ণ থাকে, এমন ব্যক্তির হাতে দেশের নেতৃত্ব তুলে দিতে হবে। বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনগণের সর্বস্ব লুটে নিয়েছে। এ লুটপাটকারীদের জনগণ আর কখনো আশ্রয়-প্রশ্রয় দেবে না।’

আরবপুর ইউনিয়ন মহিলা দলের আহ্বায়ক ফাতেমা বেগমের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন।সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সাবেক সম্পাদকমণ্ডলীর সদস্য সিরাজুল ইসলাম, সাবেক আহ্বায়ক কমিটির সদস্য কাজী আজম, সদর উপজেলা মহিলা দলের সভাপতি হাসিনা ইউসুফ, আরবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি খায়রুল ইসলাম, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, সদর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আলমগীর হোসেন লিটন, মহিলা দল নেত্রী মেরিনা আক্তার, শাহানারা বেগম প্রমুখ ।

সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা মহিলা দলের যুগ্ম সম্পাদক সুফিয়া মাহমুদ রেখা।


এমআর\টিএ


Share this news on:

সর্বশেষ

img
মানবসেবার মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা May 13, 2025
img
ট্রোলিংয়ের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তার মেয়ে May 13, 2025
img
২১ জেলায় বজ্রপাতের আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর May 13, 2025
img
সচিবালয়ে বিশৃঙ্খলা এড়াতে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকার আহ্বান May 13, 2025
img
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অটোচালকদের হামলা, আহত ৮ May 13, 2025
img
সুদানে আবাসিক এলাকায় গোলাবর্ষণে নিহত ৭ May 13, 2025
img
ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা কর্মসূচি নিয়ে নতুন তথ্য দিলেন মাস্ক May 13, 2025
img
সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ গ্রেফতার May 13, 2025
মোদিকে সংসদের বিশেষ অধিবেশন ডাকতে বললেন রাহুল গান্ধী May 12, 2025
চীনা পণ্যে কমল ট্রাম্পের শুল্ক বোঝা, হাঁফ ছেড়ে বাঁচল বেইজিং May 12, 2025