গত তিন-চার বছর ধরে পর্দায় খলনায়কের ভূমিকায় দেখা যাচ্ছে পরিচালক অনুরাগ কাশ্যপকে। এবারও তিনি ভিলেন চরিত্রে অভিনয় করেছেন বিজয় সেতুপতি অভিনীত তামিল চলচ্চিত্র ‘মহারাজা’তে। অনুরাগের ভাষ্য অনুযায়ী, এই ছবিতে কাজ করাটা তার জন্য এতটাই জরুরি ছিল যে, কাজ না পেলে মেয়ের বিয়েই দেওয়া হতো না।
দক্ষিণী ছবিতে অভিনয় করেন অনুরাগ কাশ্যপ। সানি লিওন এবং রাহুল ভাটের সঙ্গে ‘কেনেডি’ ছবিতে পোস্ট-প্রোডাকশনে কাজ করার সময়েই বিজয়ের সঙ্গে ‘মহারাজ’ ছবির জন্য জুড়ে যান তিনি।
তার কথায়, ‘ইমাইক্কা নোডিগাল’-এ কাজ করার পর দক্ষিণ ভারতীয় ছবিতে অভিনয় করার জন্য অনেক অফার ফিরিয়েছি। ‘কেনেডি’র পোস্ট প্রোডাকশনের সময় এক প্রতিবেশীর বাড়িতে বিজয় সেতুপতির সঙ্গে আমার দেখা। তখন তিনি বলেছিলেন যে, তার কাছে একটি অসামান্য চিত্রনাট্য আছে। আমি প্রথমে না বলে দিই। ‘কেনেডি’ তৈরির সময় তিনি আমাকে সাহায্য করেছিলেন। ফলে আমি তার ‘মহারাজ’ ছবিতে কাজ করে ধন্যবাদ জানিয়েছি।’
মেয়ে আলিয়ার বিয়ের খরচ সম্পর্কে বিজয়ের সঙ্গে কথা বলেন অনুরাগ। বিজয় তাকে ছবিতে একটি রোল পেতে সাহায্য করেন। অনুরাগের ভাষ্য, ‘পরের বছর আমার মেয়ের বিয়ে দেব। মনে হচ্ছে না, সেটা আমি করতে পারব।’ এই কথা শুনে বিজয় তৎক্ষণাৎ জানান যে, তিনি সাহায্য করবেন। তারপর বলেন, ‘ভাগ্যিস সে ছিল, নাহলে মেয়ের বিয়ে দিতে পারতাম না।’
ছবি মুক্তির ছ’মাসের মধ্যেই অনুরাগের কন্যা আলিয়ার বিয়ে হয় তার দীর্ঘদিনের প্রেমিক শেন গ্রেগরির সঙ্গে। তাদের বিয়েতে আমন্ত্রিত অতিথি হয়ে এসেছিলেন নাগা চৈতন্য, শোভিতা ধুলিপালা, অভিষেক বচ্চন, নওয়াজউদ্দিন সিদ্দিকি, ববি দেওল, সুহানা খান, অগস্ত্য নন্দা।
আরএ/টিএ