আমরা শুধু আমাদের অপারেশন স্থগিত রেখেছি : মোদি

জম্মু-কাশ্মিরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্য পাকিস্তানকে সরাসরি দায়ী করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জানান, বর্তমানে চলমান যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে শর্তসাপেক্ষ এবং সন্ত্রাস দমনে ইসলামাবাদ যদি কার্যকর কোনো পদক্ষেপ না নেয়, তাহলে সেটি ভেঙে যেতে পারে। পাশাপাশি মোদি সতর্ক করে বলেন, পারমাণবিক অস্ত্র ঘিরে পাকিস্তানের যেকোনো ধরনের ব্ল্যাকমেইল নয়াদিল্লি বরদাস্ত করবে না।

সোমবার (১২ মে) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে নরেন্দ্র মোদি বলেন, “সন্ত্রাাসবাদ দমনে আমরা নতুন নীতি নিয়েছি। এখন থেকে আমরা সন্ত্রাসী ও যেসব রাষ্ট্র সন্ত্রাসাবাদে মদত দেয়— উভয়কে আর ভিন্ন ভাবে বিবেচনা করা হবে না। আরেকটি কথা হলো, ভারত কোনো রাষ্ট্রের পারমাণবিক ব্ল্যাকমেইলও সহ্য করবে না।”

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের অনন্তনাগ জেলার পেহেলগামের বৈসরন উপত্যকায় হামলা চালিয়ে ২৬ জন পর্যটককে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। নিহত এই পর্যটকদের সবাই পুরুষ এবং অধিকাংশই হিন্দু ধর্মাবলম্বী।

এ ঘটনার কয়েক ঘণ্টা পর দায় স্বীকার করে বিবৃতি দেয় দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (টিআরএফ) নামের একটি সন্ত্রাসী গোষ্ঠী। প্রাথমিক তদন্তে জানা গেছে, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মিরভিত্তিক জঙ্গিগোষ্ঠী লস্কর-ই তৈয়বার একটি শাখা এই টিআরএফ।

এ ঘটনায় সিন্ধু নদের পানি বণ্টনচুক্তি ও পাকিস্তানি নাগরিকদের ভিসা বাতিলসহ পাকিস্তানের বিরুদ্ধে কয়েকটি কূটনৈতিক পদক্ষেপ নেয় ভারত। জবাবে ভারতের জন্য আকাশসীমা বন্ধ, ভিসা বাতিলসহ কয়েকটি পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও।

দুই দেশের মধ্যে চলমান এই উত্তেজনার মধ্যেই গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মিরসহ বিভিন্ন এলাকায় ‘অপারেশন সিঁদুর’ নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী, এ অভিযানে ৭০ জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি, নিহত হয়েছে ৩১ জন এবং আহত হয়েছে ৫৭ জন।

সোমবারের বক্তৃতায় ‘অপারেশন সিঁদুর’-এর ভূয়সী প্রশংসা করে মোদি বলেন, “আমরা যে সন্ত্রাসবাদ মোকাবিলায় নতুন নীতি নিয়েছি— তার প্রথম উদাহারণ অপারেশন সিঁদুর। আমাদের বোনদের সিঁথি থেকে সিঁদুর যারা মুছে ফেলেছে, তাদের যথাযথ জবাব দেওয়ার জন্য পরিচালনা করা হয়েছিল অপারেশন সিঁদুর।”

“আর একটি কথঅ হলো— আমরা কিন্তু অভিযান বন্ধ করিনি, স্থগিত রেখেছি। এর ভবিষ্যত কী হবে— তা নির্ভর করছে তাদের (পাকিস্তান) আচরণের ওপর।” সূত্র : টাইমস অব ইন্ডিয়া

আরএ/টিএ

Share this news on:

সর্বশেষ

img
‘আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ’, এটি মতপ্রকাশের স্বাধীনতাকে ক্ষুণ্ন করে না May 13, 2025
img
পাকিস্তানি তিন তারকাকে বয়কট করলো বলিউড May 13, 2025
img
পাকিস্তানের হাইকমিশনারের ঢাকা ত্যাগ, নারীঘটিত কেলেঙ্কারি নিয়ে গুঞ্জন May 13, 2025
img
মানবসেবার মনমানসিকতা নিয়ে আমাদের এগিয়ে যেতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা May 13, 2025
img
ট্রোলিংয়ের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তার মেয়ে May 13, 2025
img
২১ জেলায় বজ্রপাতের আভাস দিলো আবহাওয়া অধিদপ্তর May 13, 2025
img
সচিবালয়ে বিশৃঙ্খলা এড়াতে কর্মকর্তা-কর্মচারীদের সতর্ক থাকার আহ্বান May 13, 2025
img
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে অটোচালকদের হামলা, আহত ৮ May 13, 2025
img
সুদানে আবাসিক এলাকায় গোলাবর্ষণে নিহত ৭ May 13, 2025
img
ট্রাম্পের গোল্ড কার্ড ভিসা কর্মসূচি নিয়ে নতুন তথ্য দিলেন মাস্ক May 13, 2025