সেঞ্চুরি বঞ্চিত রবিনের প্রশংসায় আকবর

শেষ ২ ওভারে দরকার ছিল ২৭ রান। ম্যাচ তখন হেলে পড়ছিল নিউজিল্যান্ড ইমার্জিং দলের দিকে। কিন্তু হাল ধরলেন রাকিবুল হাসান। এক ঝড়ো ওভারে ৩টি ছক্কায় তুললেন ২০ রান, ফলে শেষ ওভারে দরকার পড়ে মাত্র ৭ রানের। আর ২ বল হাতে রেখেই জয় তুলে নেয় আকবর আলির নেতৃত্বাধীন বাংলাদেশ ইমার্জিং দল।

এই জয়ে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।

বাংলাদেশের জয়ের পেছনে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ওপেনার মাহফিজুল ইসলাম রবিন। তিনি ইনিংস গোছানোর দায়িত্বটুকু ভালোভাবেই পালন করেন। ৮৯ বলে ৮৭ রানের ইনিংস খেলে সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন।

রবিনের ব্যাটিং নিয়ে অধিনায়ক আকবর আলি বলেন, “চমৎকার খেলেছে। ৩০০ রান তাড়ার ম্যাচে টপ অর্ডার থেকে বড় ইনিংস দরকার হয়। রবিনও জানে সে আরও বড় করতে পারত। যেভাবে পরিস্থিতি সামলে খেলেছে, সেটা প্রশংসনীয়।”

৩০০ রান তাড়া করার অভিজ্ঞতা নিয়ে আকবর আরও বলেন, “আমরা সাধারণত ৩০০ রানের উইকেট পাই না। তাই এই ম্যাচটা ভালো একটা শেখার সুযোগ ছিল। কীভাবে ব্যাট করতে হবে— মেসেজটা সবাই ভালো বুঝেছে।”

শেষ দিকে ছক্কা মারার পরিকল্পনা নিয়েও কথা বলেন আকবর, “আমরা হিসাব করছিলাম— তিন ওভারে দরকার ৪০ রান, মানে ৫টা ছক্কা। চেষ্টা করছিলাম প্রতিটি ওভারে অন্তত একটি করে বাউন্ডারি মারতে। এটাই ছিল পরিকল্পনা।”


এসএস/টিএ

Share this news on: