জুনের আগে ফিরছেন না প্রভাস, 'রাজা সাব' এর টিজার বাতিল

প্রভাসের বহু প্রতীক্ষিত রোমান্টিক-হরর-কমেডি রাজা সাব আবারও পড়ল জটিলতায়। মারুতি পরিচালিত ও পিপল মিডিয়া ফ্যাক্টরির প্রযোজিত এই ছবি ঘিরে ভক্তদের উত্তেজনা থাকলেও আপাতত সেই অপেক্ষার মেয়াদ আরও বাড়ছে। এই মে মাসেই ছবির প্রথম টিজার মুক্তির পরিকল্পনা ছিল, কিন্তু এখন জানা যাচ্ছে, সেই পরিকল্পনা বাতিল।

এর মূল কারণ, প্রভাস বর্তমানে ইতালিতে ছুটি কাটাচ্ছেন এবং তিনি জুনের আগে দেশে ফিরছেন না। মে মাসে দেশে ফিরে ডাবিং করার কথা ছিল তাঁর, কিন্তু সেটাও এখন পিছিয়ে যাচ্ছে। পরিচালক মারুতি টিজার সম্পাদনার কাজে ব্যস্ত থাকলেও প্রভাসের ডাবিং ছাড়া কিছুই চূড়ান্ত করা যাচ্ছে না। ফলে স্পষ্ট, মে মাসে আর রাজা সাব-এর কোনো টিজার দর্শকরা দেখতে পাবেন না।

শুধু টিজার নয়, ছবির শ্যুটিং-ও এখনো অনেকটাই বাকি। অন্তত ৫০ দিনের কাজ এখনো অসমাপ্ত, আর চূড়ান্ত শিডিউল কবে শুরু হবে, সেটাও নির্ধারিত নয়। এমন অবস্থায় জোরালোভাবে শোনা যাচ্ছে, এই ছবি হয়তো ২০২৫-এর মধ্যেও মুক্তি পাবে না।

এই অনিশ্চয়তা আরও গুরুত্বপূর্ণ কারণ, অনেকেই মনে করছেন, প্রভাস এখন ফৌজি ছবিকে অগ্রাধিকার দিচ্ছেন। পরিচালনায় হনু রাঘবপুডি, সেই ছবিটি নিয়েও ইতিমধ্যেই তৈরি হয়েছে কৌতূহল। এর মধ্যে রাজা সাব নিয়ে প্রোডাকশন হাউসের নীরবতা কেবল গুজব ও নেতিবাচকতা বাড়াচ্ছে। ভক্তদের একাংশ হতাশ, কারণ এই ছবিকে প্রভাসের ‘মাস মার্কেট কামব্যাক’ হিসেবে দেখা হচ্ছিল — সমস্ত হেভি অ্যাকশন ছবির মাঝে এক হালকা, মজাদার পরিবর্তন।

সঙ্গীত পরিচালনায় থাকছেন থামান, যিনি অডিও দিক থেকে ইতিমধ্যেই হাইপ ধরে রেখেছেন। এবং ছবির ঘরানাই যেখানে ভিন্ন — রোমান্টিক হরর কমেডি, সেখানে প্রভাসের উপস্থিতি নতুনভাবে ধরা দেবে বলেই আশাবাদ ছিল। কিন্তু এখন যখন টিজার পিছিয়ে যাচ্ছে, আর অফিসিয়ালি কোনও ব্যাখ্যা আসছে না, তখন স্বাভাবিকভাবেই উঠছে প্রশ্ন: রাজা সাব কি আদৌ সময়মতো আসবে?

বাহুবলির পরবর্তী কেরিয়ারে প্রভাসের একের পর এক ছবি দেরি কিংবা মিশ্র প্রতিক্রিয়ার শিকার হয়েছে। এর মধ্যে যদি রাজা সাব-ও সেই তালিকায় নাম লেখায়, তাহলে শুধু হাইপ নয়, প্রভাসের ওপর ভরসাটাও ধাক্কা খাবে বলে মনে করছেন অনেকেই। এখন সকলের নজর একটাই: জুনে ফিরলে প্রভাস ও প্রোডাকশন হাউস কী বার্তা দেন ভক্তদের, আর সেই বার্তায় কতটা স্বস্তি মেলে প্রহর গোনা দর্শকদের।

এফপি

Share this news on: