বিশ্বকাপ প্রস্তুতি শুরু, কালই আমিরাত যাচ্ছে টাইগাররা

চলতি মে মাসে বাংলাদেশ দলের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলার কথা ছিল পাকিস্তানের বিপক্ষে। তবে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে সিরিজটি মাঠে গড়ানো নিয়ে শঙ্কা রয়েছে। তবে আসন্ন সেই সিরিজের আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি টি-টোয়েন্টি ম্যাচ খেলতে যাচ্ছে লিটন দাসের দল।

সবকিছু ঠিক থাকলে আগামীকাল বুধবার দুই বহরে বিভক্ত হয় আরব আমিরাত যাবে বাংলাদেশ। শুরুতে সকালে এবং এরপর সন্ধ্যায় যাবে টাইগাররা। সূচি অনুযায়ী ম্যাচ রয়েছে আগামী ১৭ ও ১৯ মে শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। দুটি ম্যাচই হবে বাংলাদেশের স্থানীয় সময় রাত নয়টায়।

এই সিরিজ থেকেই মূলত আগামী ২০২৬ বিশ্বকাপের জন্য পূর্ণ প্রস্তুতি শুরু করবে বাংলাদেশ ক্রিকেট দল। নতুন অধিনায়ক লিটন কুমার দাসের প্রথম অ্যাসাইনমেন্ট এই সিরিজ। যেখানে তিনি ডেপুটি হিসেবে পাচ্ছেন শেখ মেহেদি হাসানকে। যদিও সহ-অধিনায়ক পদে শেখ মেহেদির থাকাটা পূর্ণমেয়াদের না।

এদিকে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের অ্যাওয়ে সিরিজ শুরুর পরিকল্পনা ছিল, ২৫ মে এবং ২৭ মে সিরিজের প্রথম দুই ম্যাচ হবে ফয়সালাবাদে। এরপর বাকি তিনটি ম্যাচ হবে ৩০ মে, ১ জুন এবং ৩ জুন তারিখে। এই তিন ম্যাচের জন্য ভেন্যু হিসেবে থাকছে লাহোরের গাদ্দাফি স্টেডিয়াম। তবে সিরিজটির ভবিষ্যৎ এখনো অন্ধকার।

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ঘাম ঝরিয়েছে দুই সিরিজকে সামনে রেখেই। টি-টোয়েন্টির দলে থাকা ক্রিকেটারদের নিয়ে অনুশীলন ক্যাম্প করেছে বাংলাদেশ। মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে গতকাল শেষ অনুশীলন করেছেন ক্রিকেটাররা।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
ফাইনালের টিকিট পেয়ে হামজা বললেন, ‘দেখা হবে ওয়েম্বলিতে’ May 13, 2025
img
‘বাংলাদেশ-ভারতে ২৪ থেকে ২৬ মে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় শক্তি’ May 13, 2025
বদলি হজ কে করতে পারবে | ইসলামিক জ্ঞান May 13, 2025
img
পুলিশ কিলার ফোর্স নয়, বড়জোর শটগান থাকতে পারে : আইজিপি May 13, 2025
ধার করে বাজেট বাস্তবায়ন করতে চায় না সরকার May 13, 2025
আদালতে ক্যামেরার আড়ালে থাকার চেষ্টা মমতাজের May 13, 2025
img
২৯ কোটি টাকার সম্পদ : মাতারবাড়ী পাওয়ারের পিডি জাহাঙ্গীরের নামে মামলা May 13, 2025
img
চাঁদা না দেওয়ায় রাজধানীর গুলশানে দিনেদুপুরে ব্যবসায়ীকে গুলি May 13, 2025
img
পুতিন-জেলেনস্কির বৈঠকের আগে রাশিয়াকে যে হুমকি দিল ইউরোপ May 13, 2025
img
মিশরের সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা May 13, 2025