দুর্নীতি দমন কমিশন (দুদক) মাতারবাড়ী আল্ট্রাসুপার ক্রিটিক্যাল কোল ফায়ার্ড পাওয়ার প্রজেক্টের সাবেক পরিচালক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ২৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে।
মঙ্গলবার (১৩ মে) দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এ মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক এস এম রাশেদুল হাসান। দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার এজাহার অনুযায়ী, জাহাঙ্গীর আলম অসৎ উদ্দেশ্যে ২৯ কোটি ৭ লাখ ১১ হাজার ৪৫৪ টাকার জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদের মালিকানা অর্জন করে তা ভোগ দখলে রেখেছেন। এছাড়া, তিনি বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে নিজের নামে থাকা ৯৪টি ব্যাংক হিসাবে সন্দেহজনকভাবে ১২৭ কোটি ৩৫ লাখ ১৩ হাজার ২২৬ টাকা লেনদেন করেছেন।
এছাড়া, জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে মানি লন্ডারিং সম্পৃক্ত অপরাধ 'দুর্নীতি ও ঘুষ' সংঘটনের মাধ্যমে প্রাপ্ত অর্থ বা সম্পত্তির অবৈধ উৎস গোপন বা আড়াল করার অসৎ উদ্দেশ্যে তা রূপান্তর, স্থানান্তর বা হস্তান্তর করার অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগের ভিত্তিতে, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
এসএস/টিএ