ভারতে জমকালো আয়োজনে উদ্বোধন হলো মিস ওয়ার্ল্ড ২০২৫
মোজো ডেস্ক 11:09PM, May 13, 2025
হায়দরাবাদের গাচিবাউলি স্টেডিয়ামে জমকালো আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে মিস ওয়ার্ল্ড ২০২৫-এর ৭২তম আসর। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী রেভন্ত রেড্ডি। এএফপি
বিশ্বের ১১০টিরও বেশি দেশ থেকে আগত প্রতিযোগীরা অংশ নিচ্ছেন এ মর্যাদাপূর্ণ সৌন্দর্য প্রতিযোগিতায়। স্বাগতিক ভারতের প্রতিনিধি হিসেবে অংশ নিচ্ছেন মিস ইন্ডিয়া নন্দিনী গুপ্ত।
উদ্বোধনী অনুষ্ঠানে তেলেঙ্গানার সমৃদ্ধ সংস্কৃতি ও ঐতিহ্যকে মনোমুগ্ধকরভাবে তুলে ধরা হয়। রাজ্যটির কবি আন্দে শ্রী রচিত রাজ্য সংগীত ‘জয় জয় হে তেলেঙ্গানা’-র সুরেলা পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর ২৫০ জন শিল্পীর অংশগ্রহণে অনবদ্য ‘পেরিনি’ নৃত্য পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে, যা রাজ্যের প্রাচীন নৃত্যশৈলীর অনন্য দৃষ্টান্ত তুলে ধরে।
আন্তর্জাতিক রঙে রঙিন হয়ে ওঠা এই অনুষ্ঠানে প্রতিযোগীরা নিজেদের দেশের ঐতিহ্যবাহী পোশাকে মঞ্চে হাজির হন। বিশেষ করে ল্যাটিন আমেরিকা ও আফ্রিকার ২২টি দেশের প্রতিযোগীদের রঙিন জাতীয় পোশাক দর্শকদের নজর কাড়ে এবং অনুষ্ঠানটিকে বিশ্বসংস্কৃতির এক মেলবন্ধনে পরিণত করে।
বর্তমানে পাকিস্তানের সঙ্গে সীমান্ত উত্তেজনার প্রেক্ষিতে শহরজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
২২ দিনব্যাপী এই প্রতিযোগিতা ১৩ মে থেকে শুরু হয়ে চলবে ৩১ মে পর্যন্ত। পুরো সময়জুড়ে নানা সাংস্কৃতিক ও সৌন্দর্যবিষয়ক কার্যক্রম অনুষ্ঠিত হবে।