কুষ্টিয়া স্ত্রী ও দুই সন্তানকে হত্যাচেষ্টার পর যুবকের আত্মহত্যার চেষ্টা

কুষ্টিয়া শহরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই কন্যা শিশুকে মারপিট করে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে মামুন আলী নামে এক যুবকের বিরুদ্ধে। তাদেরকে গুরুতর আহত করে আত্মহত্যার চেষ্টা করেন মামুন আলী। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় চারজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার (১৩ মে) সন্ধ্যার পর কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- কুষ্টিয়া শহরের হরিশংকরপুর এলাকার রবিউল ইসলামের ছেলে মামুন, তার স্ত্রী মেঘলা, চার বছর বয়সী কন্যা শিশু কুলসুম ও দেড় বছর বয়সী কন্যা শিশু জান্নাত।

এ বিষয়ে মামুনের পরিবার, স্বজন ও প্রতিবেশীরা বলেন, মামুনের স্ত্রী মেঘলা পরকীয়ায় লিপ্ত ছিল। এ নিয়ে মাঝে মধ্যেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জের ধরে আজ সন্ধ্যার পর স্ত্রীকে বেধড়ক মারপিট করে এবং কুপিয়ে হত্যার চেষ্টা করে মামুন। পরে দুই কন্যা শিশুকে আছাড় মারে। এতে তারা তিনজনই গুরুতর আহত হয়। এরপর মামুন ধারালো অস্ত্র দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা চেষ্টা করেন। প্রতিবেশীরা তাদের গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন।

প্রতিবেশী স্বপ্না খাতুন বলেন, মামুনের স্ত্রী পরকীয়া করতো। পরপুরুষের সাথে মোবাইলে কথা বলতো। কয়েকদিন আগে পালিয়ে গিয়েছিল। তারপর আবারও ফিরে আসে। এরপর স্বামীর সাথে সংসার করছিলো। হঠাৎ আজ মামুন তার স্ত্রীকে কুপিয়ে হত্যার চেষ্টা করে। একই সাথে দুই শিশু মেয়েকে আছাড় মারে এবং মারপিট করে। এরপর মামুন নিজের গলা গেটে আত্মহত্যা চেষ্টা করে। চারজনের অবস্থা গুরুতর। তাদেরকে আমরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছি।

এ বিষয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের দায়িত্বরত চিকিৎসকরা বলেন, মারপিট ও ধারালো অস্ত্রের আঘাতে চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের চারজনের অবস্থা আশঙ্কাজনক। আমার সর্বোচ্চ চিকিৎসাসেবা দিচ্ছি।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন বলেন, পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটেছে। চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএ

Share this news on:

সর্বশেষ

img
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার চাইলেন মির্জা ফখরুল May 14, 2025
img
বৈঠকে পুতিন উপস্থিত না হলে আলোচনায় যোগ দেবে না ইউক্রেন: জেলেনেস্কি May 14, 2025
img
বক্স অফিসে অজয়ের ‘রেইড টু’ এর দুর্দান্ত সাফল্য May 14, 2025
img
জামায়াতের নিবন্ধন ফিরে পেতে আপিলের শুনানি চলছে May 14, 2025
আদালতকক্ষে বিশৃ'ঙ্খলা, পায়ের জুতা হারালেন মমতাজ May 14, 2025
বেড়েছে গ্রেফতারের ঘটনা, অধিকাংশই আ.লীগের নেতাকর্মী May 14, 2025
বনানীর বাসিন্দারাই পরিষ্কার করছেন লেক এবং লাগাচ্ছেন গাছ May 14, 2025
img
আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা দিল টাইগাররা May 14, 2025
ঢাকার সড়কের ২০% অ্যাক্সিডেন্ট হওয়ার পিছনে দায়ী যে যানবাহন May 14, 2025
অবসর ঘোষণার পরই বৃন্দাবনে কোহলি, নিলেন গুরুর আশির্বাদ May 14, 2025