খোলামেলাভাবেই প্রেম করছেন সুপারমডেল কাইলি জেনার আর মার্কিন অভিনেতা টিমোথি শ্যালামে। হলিউডের দুই জনপ্রিয় তারকা তাদের ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই স্বাছন্দ্যবোধ করেন। তবে এই সম্পর্কের বেলায় শুরু থেকেই দুজনের কেউই রাখেননি কোনো লুকোচুরি। দুজনের সম্পর্ক এতটা গভীরে যাচ্ছে যে এখন প্রায়ই একসঙ্গেই থাকছেন এ জুটি।
এমনকী কাইলির বাড়িতেই বেশিরভাগ সময় কাটান টিমোথি।
এই দুই তারকার সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র ‘এলে’ ম্যাগাজিনকে জানিয়েছে, ‘তারা এখন প্রায় একসঙ্গেই থাকছেন। কাজ না থাকলে টিমোথি প্রায়ই কাইলির বাড়িতে থাকেন। তিনি এখন কাইলির জীবনের পুরোপুরি অংশ হয়ে গেছেন।’
সূত্রটি আরও জানায়, ‘কাইলি সত্যিই খুশি এবং স্বস্তি অনুভব করছে যে তারা অবশেষে জনসমক্ষে নিজেদের একসঙ্গে প্রকাশ করতে পেরেছে। সময়টা উপযুক্ত ছিল এবং কাইলি চাইছিল টিমোথিকে প্রকাশ্যে সমর্থন জানাতে এবং এটা প্রকাশ করতে যে টিমোথিকে নিয়ে কতটা গর্বিত সে।’
সব মিলিয়ে, এই জুটির সম্পর্ক এখন দারুণ যাচ্ছে বলেই জানিয়েছে সেই সূত্র। সূত্রের ভাষায়, “কাইলি গর্বের সঙ্গে টিমোথির পাশে দাঁড়ায়।
কাইলির মতে, এখনই সময় সম্পর্কের এই দিকটা সবার সামনে প্রকাশ করার। তারা এখন খুব ভালো জায়গায় রয়েছে। টিমোথি কাইলিকে আত্মবিশ্বাসী বোধ করায়, আর এটা কাইলির আগের সম্পর্কগুলোর চেয়ে একেবারেই ভিন্ন।”
সূত্রটি এই জুটির দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনার বিষয়ে নির্দিষ্ট কিছু জানায়নি। তবে ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’-কে এই জুটির ঘনিষ্ঠ আরেকটি সূত্র জানিয়েছে, কাইলি জেনার ও অভিনেতা টিমোথি শ্যালামে নিজেদের সম্পর্কে কোনো চাপ নিতে চান না।
তারা ধীরে ধীরে সময়টা উপভোগ করছেন। তবে সবকিছু এতটাই ভালো যাচ্ছে যে, ভবিষ্যতে তারা তাদের সম্পর্ককে পরবর্তী ধাপে নিয়ে যেতে পারেন বলে মনে হচ্ছে।
গত দুই বছর ধরেই প্রকাশ্যে ডেটিং করছেন টিমোথি-কাইলি জুটি। দুজনকে একসঙ্গে পার্টি ও রেস্টুরেন্টে প্রায়ই দেখা যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও দুই তারকার ভক্ত-অনুরাগীরা তাদের কথিত সম্পর্ক নিয়ে বেশ উচ্ছ্বাস প্রকাশ করছেন। সম্প্রতি ইতালির একটি পুরস্কার অনুষ্ঠানে ‘ডুন’ অভিনেতা টিমোথি শ্যালামে যখন সম্মানসূচক পুরস্কার গ্রহণ করেন তখন কাইলি জেনারও তার সঙ্গে লালগালিচায় হেঁটেছেন। বোঝাই যাচ্ছে, দুজনে বেশ গভীর সম্পর্কেই ডুব দিয়েছেন।
এসএম/এসএন