পিএসএলের নতুন সময়সূচি, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে

স্বাভাবিক হতে শুরু করেছে ভারত ও পাকিস্তানের জনজীবন। বিবাদমান দুই দেশের সামরিক উত্তেজনা এখন অনেকটাই প্রশমিত। ভারতের ফ্র্যাঞ্চাইজ লিগ আইপিএল এরইমাঝে জানিয়েছে ১৭মে থেকে পুনরায় শুরু হবে মাঠের খেলা। এবার তাতে যোগ দিলো পিএসএল। ১৭ মে তারিখেই মাঠে গড়াচ্ছে পিএসএল।

পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান এবং দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে আবার খেলা শুরুর ঘোষণা দিয়েছেন। নতুন সূচি অনুযায়ী ১৭ মে থেকে শুরু হবে পিএসএলের বাকি খেলাগুলো। ফাইনাল হবে ২৫ মে।

আর এই সূচির সুবাদেই পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান সিরিজ। দুই দেশের মধ্যেকার ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করা ছিল ২৫ মে তারিখ থেকেই। ফাইনাল ২৫ তারিখেই হলে, পিছিয়ে যাবে বাংলাদেশ সিরিজ।

টুর্নামেন্ট নতুন করে শুরুর ঘোষণা দিয়ে মহসিন নাকভি লিখেছেন, ‘এইচবিএল পিএসএল-টেন ঠিক সেখান থেকেই শুরু হবে যেখানে সেটা ছিল। ৬ দল। শূন্য শঙ্কা। আসুন সবাই এক হয়ে ক্রিকেটের চেতনাকে সম্মান জানাই। ১৭ মে থেকে শুরু হচ্ছে ৮ রোমাঞ্চকর। যেটা আমাদের নিয়ে যাবে ২৫ মে ফাইনালের পথে। সব দলের জন্য শুভকামনা।’

পাকিস্তানের গণমাধ্যমগুলো অবশ্য আগেই আভাস দিয়েছিল, ১৬ থেকে ১৮মে তারিখের মধ্যে পিএসএল শুরু হতে পারে। যদিও এই দফায় বিদেশি ক্রিকেটারদের পাওয়া যাবে কি না তা নিয়ে আছে আছে নানা প্রশ্ন। কারণ, বিদেশি ক্রিকেটারদের দুবাইয়ে সরিয়ে নেয়ার পর অনেকেই নিজ নিজ দেশে ফিরে গেছেন। স্বল্প সময়ের মধ্যে তাদের ফেরত আনাটাও বেশ কষ্টকর। 

আরএম/এসএন 


Share this news on:

সর্বশেষ