ভারত-পাকিস্তান ইস্যুতে মন্তব্য: ফলোয়ার হারাচ্ছেন বলিউড তারকারা

ভারত-পাকিস্তান দ্বন্দ্বে উত্তপ্ত ছিল গোটা এশিয়া মহাদেশ। দুই দেশের যুদ্ধাবস্থা উত্তাপ ছড়িয়েছে সবখানে। যে উত্তাপ দেখা যাচ্ছে শোবিজ অঙ্গনেও। ভারত-পাকিস্তান দুই দেশের তারকারাও নিজ নিজ দেশের হয়ে কথা বলেছেন।

পাকিস্তানে হামলা করা ভারতের অপারেশন সিঁদুরকে সমর্থন ও প্রশংসা জানিয়ে নানা মন্তব্যও করেছেন ভারতের তারকারা। তবে তাদের এসব বক্তব্য বেশ ক্ষতির কারণ হয়েই দাঁড়িয়েছে।

রিপোর্ট অনুসারে, হুড়মুড় করে ফলোয়ার্স কমতে শুরু করেছে ভারতীয় তারকাদের। মে মাসের সাত-আট তারিখ থেকে আলিয়া ভাট, অজয় দেবগণ, কার্তিক আরিয়ান, সারা আলি খান বা জাহ্নবী কাপুরের মতো তারকাদের ফলোয়ার্স কমেছে।

পাকিস্তানের বিপক্ষে কথা বলায় দক্ষিণ এশিয়ার বহু মানুষ এই তারকাদের আনফলো করতে শুরু করে দিয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, সোশ্যাল মিডিয়ায় আলিয়া ভাট একদিনে ১ লাখ অনুসারী হারিয়েছেন। কার্তিক আরিয়ানের ফলোয়ার কমেছে ৬০ হাজার। অজয় দেবগণকে একদিনে ২০,০০০ ফলোয়ার আনফলো করে দিয়েছেন।

সারা আলি খানের ৪০ হাজারের মতো ফলোয়ার এবং জাহ্নবী কাপুরের ২৫ হাজার ফলোয়ার কমেছে বলেও জানা গেছে।

দুই দেশের উত্তেজনা অবস্থা বাড়তে শুরু করলে গত সপ্তাহের দিকে পাকিস্তানের কিছু শিল্পীর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতে নিষিদ্ধ করা হয়। তার প্রতিবাদে বিভিন্ন দেশে বলিউড তারকাদের ফলোয়ারের সংখ্যা কমে গেছে।

এদিকে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কমায় সেটা তারকাদের ওপর বেশ প্রভাব ফেলবে বলেই ধারণা করা হচ্ছে। কারণ, কোন তারকার কত ফলোয়ার সেটার ওপর ব্র্যান্ড এনডর্সমেন্টের কাজ নির্ভর করে।

তাই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে যদি কোনও গ্রোথ না থাকে, সেটা সমস্যায় ফেলে তারকাদের। ভারত-পাকিস্তান ইস্যুর পর থেকে বলিউড তারকাদের অনুসারীর সংখ্যা হুড়মুড়িয়ে কমছে। যেটা হয়তো পরবর্তীতে তাদের কপালে চিন্তার ভাঁজ ফেলবে। তবে এ ঘটনা এবারই প্রথম নয়। এর আগেও দুই দেশের উত্তপ্ত অবস্থায় তারকাদের ফলোয়ার সংখ্যা কমেছে। ধীরে ধীরে তিক্ত সম্পর্কের বরফ গলতে শুরু করলে আবারও দেশের গণ্ডি পেরিয়ে ফলোয়ার বাড়তে দেখা গেছে তাদের।

আরআর/এসএন

Share this news on:

সর্বশেষ

img
সিরাজগঞ্জের সেই ‘মিনি আয়নাঘর’ এর মালিকের স্বীকারোক্তি May 13, 2025
img
চামড়ার ন্যায্যমূল্য-কোরবানির সুষ্ঠু ব্যবস্থাপনায় ১৭ সদস্যের কমিটি পুনর্গঠন May 13, 2025
img
যুক্তরাষ্ট্রের সঙ্গে সৌদির ৬০০ বিলিয়ন ডলারের চুক্তি সই May 13, 2025
সবার মুখে মমতাজ, ইলিয়াসের মুখে ঈদ মোবারক! May 13, 2025
img
বিমানবন্দরে তিন উপদেষ্টা, জেরার মুখে দায়িত্বরতরা May 13, 2025
বাংলাদেশি হামজা চৌধুরী এখন ইংলিশ প্রিমিয়ার লিগের দরজায়! May 13, 2025
img
স্বামীর সাথে থাকা মিমের প্রতিটি মুহূর্ত জাদুর May 13, 2025
img
জয় শাহর পর আইসিসির শীর্ষ পদে আরো এক ভারতীয় May 13, 2025
যে কারণে ভারতে ব্যাপক ট্রোলিংয়ের মুখে বিক্রম মিশ্রি ও তার মেয়ে May 13, 2025
img
জাতীয় সনদ বাংলাদেশের ভবিষ্যৎ পথরেখা নির্দেশ করবে : আলী রীয়াজ May 13, 2025