জনপ্রিয় কৌতুক অভিনেতা রাকেশের মৃত্যু

মাত্র ৩৪ বছর বয়সেই জীবনপ্রদীপ নিভে গেল ভারতের জনপ্রিয় অভিনেতা-কমেডিয়ান রাকেশ পূজারীর। একটি মেহেদি অনুষ্ঠানে হৃদরোগে আক্রান্ত হন এ কৌতুকাভিনেতা। তার পরেই মৃত্যু হয় তার। সোমবার তার পরিবার এই খবর নিশ্চিত করেছে।

সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, কর্ণাটক রাজ্যের উদুপি জেলায় একটি বিয়ের মেহেদি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন অভিনেতা রাকেশ। সেখানেই হৃদরোগে আক্রান্ত হন তিনি। পরে আর বাঁচানো যায়নি তাকে।
 
জানা গেছে, এ অভিনেতা অনুষ্ঠানে বন্ধুদের সঙ্গে কথা বলছিলেন।তখন হঠাৎ করেই পড়ে যান তিনি। পরে তাৎক্ষণিক হাসপাতালে নেওয়া হলে হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ কৌতুক অভিনেতার আকস্মিক মৃত্যুতে কারকালা টাউন থানায় অস্বাভাবিক মৃত্যুর মামলা হয়েছে। তার হঠাৎ মৃত্যুতে শোকের ছায়া নেমেছে।কমেডি খিলাদিগালুর একজন বিচারক সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সদা হাস্যোজ্জ্বল রাকেশ, আমার প্রিয় রাকেশ... সবচেয়ে মিষ্টি, দয়ালু ও প্রেমময় ব্যক্তি। তোমাকে অনেক মিস করব রাকেশ।’
 
কমেডি রিয়ালিটি শো কিলাদিগালুর সিজন ৩-এর বিজয়ী ছিলেন তিনি। তার কমেডির জাদু হাসি ফুটিয়েছে বহু মানুষের মুখে। কন্নড় টেলিভিশন সিরিয়াল ‘হিটলার কল্যাণে’ তার ভূমিকার জন্য জনপ্রিয়তা অর্জন করেছিলেন।

আরো বেশ কয়েকটি ধারাবাহিকেও অভিনয় করেছেন রাকেশ। সামনে ‘কান্তরা : চ্যাপ্টার ১’ সিনেমায় অভিনয়ের কথা ছিল অভিনেতা রাকেশের। রবিবার মেহেদি অনুষ্ঠানে যাওয়ার আগে সিনেমাটির শুটিংও করেছিলেন তিনি। এতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছিলেন রাকেশ। তবে শেষ পর্যন্ত জীবনপ্রদীপ নিভে গেল এ উদীয়মান কৌতুকাভিনেতার।


এমআর/টিএ

Share this news on: