বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী অভিজিৎ ভট্টাচার্য সম্প্রতি তার হিট গান ‘তুমহে জো ম্যায়ে দেখা’ প্রসঙ্গে স্মৃতিচারণ করেছেন এবং সুরকার অনু মালিকের সঙ্গে তার কাজের অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, অনু মালিক প্রায়ই নিজের সুর করা গান নিজেই গাইতে চাইতেন এবং কখনো কখনো নিজের উপর সেই গান চিত্রায়িত করার ইচ্ছাও প্রকাশ করতেন। এই প্রসঙ্গে অভিজিৎ অনু মালিককে মজা করে 'পাগল' বলেও উল্লেখ করেন।
এক সাক্ষাৎকারে অভিজিৎ জানান, "যখনই অনু মালিক কোনো ছবিতে গান গাইতেন, তখন তিনি পারলে নিজের উপর ভিত্তি করেই সেই ছবি বানিয়ে দিতে চাইতেন। তিনি আসলে এত পাগল, তিনি বলতেন যে এই গানটা খুব ভালো, আমিই গাইবো।" তিনি আরও বলেন, "আমার উপরই এই ছবিটি বানিয়ে ফেলুন। তিনি এতটাই পাগল।"
‘গোরি গোরি’ গানের প্রসঙ্গে অভিজিৎ বলেন, "যেমন ম্যায় হুঁ না ছবিতে চোরি চোরি চোরি, সেটা আমি গেয়েছিলাম। আমি কী দারুণ গেয়েছিলাম। আমি আর কেকে। তারপর যখন পরে ছবিতে গানটা দেখলাম দেখে তো আমি অবাক, দেখছি ওর (অভিজিতের) কন্ঠ এসে গেছে।"
‘তুমহে জো ম্যায় দেখা’ গানটির বিষয়ে তিনি বলেন, "এই গানটিও অনু গাইতে চেয়েছিলেন এবং নিজের উপর চিত্রায়িত করতে চেয়েছিলেন। তবে হঠাৎ একদিন ফোন করে কোনও মহড়া ছাড়াই গানটি রেকর্ড করেছিলেন।" তিনি আরও বলেন, "গানটি আরও ভালো ভাবে তৈরি হত, যদি তার আগে থেকে মহড়া করার সময় থাকত।"
এই অভিজ্ঞতাগুলো অভিজিৎ ভট্টাচার্য ও অনু মালিকের মধ্যে সৃষ্টিশীল সম্পর্কের একটি চিত্র তুলে ধরে, যেখানে মজার মুহূর্ত ও পেশাদারিত্বের সমন্বয় দেখা যায়।
এসএস/টিএ