যৌন হেনস্তার অভিযোগ : ফরাসি অভিনেতার ১৮ মাসের কারাদণ্ড

শুটিং চলাকালীন দুই নারীকে যৌন হেনস্তার অভিযোগে ৭৬ বছর বয়সী ফরাসি অভিনেতা জেরার দেপারদিউকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন প্যারিসের আদালত। রায় ঘোষণার সময় দেপারদিউ আদালতে উপস্থিত ছিলেন না। জানা গেছে, তিনি তার পরবর্তী ছবির শুটিংয়ে ব্যস্ত ছিলেন।

অভিযোগ অনুযায়ী, ২০২১ সালে ‘লেস ভোলেটস ভার্টস’ ছবির শুটিংয়ের সময় দুই নারী সহকর্মীকে হেনস্তা করেন দেপারদিউ। অভিযোগকারীদের একজন ছিলেন ছবির সহকারী পরিচালক, অন্যজন সেট ডিজাইনার।

তাদের অভিযোগ, অভিনেতা একাধিকবার তাদের অশালীনভাবে স্পর্শ করেছেন। যদিও দেপারদিউয়ের আইনজীবী জানিয়েছেন, তারা রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন।

শুরুতে অভিযোগ অস্বীকার করলেও আদালত জানায়, যথেষ্ট সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে বর্ষীয়ান এই অভিনেতাকে দোষী সাব্যস্ত করা হয়েছে।

অভিযোগকারীদের পক্ষের আইনজীবী ক্যারিন ডিবোল্ট গণমাধ্যমকে বলেন, “আজকের জয় শুধু দুই অভিযোগকারিণীর নয়, বরং সেটে থাকা সব নারীর জয়। সেই সব নারীর কথাও ভাবছি, যারা কোনো না কোনো সময় দেপারদিউয়ের হেনস্তার শিকার হয়েছেন।”

সূত্রের তথ্য অনুযায়ী, রায় ঘোষণার সময় বিচারক বলেন, অভিনেতা যেভাবে ওই দুই নারীর গোপনাঙ্গে হাত দিয়েছেন বলে অভিযোগ রয়েছে, তাতে সন্দেহের কোনো জায়গা নেই যে দেপারদিউ অপরাধী। এজন্য তাকে দুই অভিযোগকারিণীকে ১০০০ ইউরো করে ক্ষতিপূরণ দিতে হবে।

অভিনেতার আইনজীবী দাবি করেছেন, অভিযোগকারী দুই নারী মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। তবে দেপারদিউয়ের বিরুদ্ধে অতীতে অনেক নারী যৌন হেনস্তার অভিযোগ তুললেও এবারই প্রথম কোনো মামলা আদালতে গড়াল।

উল্লেখ্য, দেপারদিউ ফ্রান্সের অন্যতম খ্যাতনামা অভিনেতা। তিনি জাঁ লুক গোদার, ফ্রাঁসোয়া ত্রুফো, বার্নাদো বার্তোলুচ্চি প্রমুখ বিখ্যাত পরিচালকের ছবিতে কাজ করেছেন এবং গোল্ডেন গ্লোবসহ বহু আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হয়েছেন।


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
আদালতে হুড়োহুড়িতে জুতা হারালেন মমতাজ May 14, 2025
img
এবার অগ্নিপরীক্ষায় সাবিলা নূর May 14, 2025
img
লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা May 14, 2025
img
সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে নিহত ঢাবি শিক্ষার্থী May 14, 2025
img
এখন দেশে সবুজ কারখানার সংখ্যা ২৪৩টি May 14, 2025
img
লক্ষ্মীপুরে মাদরাসায় মিলল ছাত্রের মরদেহ, পরিবারের অভিযোগ হত্যা May 14, 2025
img
ডিএনসিসির অভিযানে রিকশা ভাঙার ক্ষতিপূরণ দেবেন প্রশাসক May 14, 2025
img
বরিশাল বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য হলেন অধ্যাপক তৌফিক আলম May 14, 2025
img
পররাষ্ট্র সচিব পরিবর্তনের সিদ্ধান্ত সরকারের May 14, 2025
img
পলিথিনের বিকল্প পাট ও কাপড়ের ব্যাগ সুলভ মূল্যে ক্রেতাদের দেওয়ার চেষ্টা করব : রিজওয়ানা হাসান May 14, 2025