শাশুড়ির ‘চিয়ারলিডার’ হয়ে উচ্ছ্বসিত বউমা কারিনা

চলতি বছরের কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হতে যাচ্ছে কিংবদন্তি পরিচালক সত্যজিৎ রায়ের কালজয়ী চলচ্চিত্র ‘অরণ্যের দিনরাত্রি’। এই উপলক্ষে আয়োজিত বিশেষ স্ক্রিনিংয়ে উপস্থিত থাকবেন ছবির অন্যতম অভিনয়শিল্পী শর্মিলা ঠাকুর, সিমি গরিওয়ালসহ সংশ্লিষ্ট অনেকে। মঙ্গলবার (১৩ মে) থেকে শুরু হওয়া উৎসবের আগেই খবরটি প্রকাশ্যে আসে এবং তা ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে উত্তেজনা।

‘অরণ্যের দিনরাত্রি’ ছবিটি মুক্তি পেয়েছিল প্রায় ৫০ বছর আগে। এবার সেটি ‘৪কে রিস্টোরেশনের’ পর কান-এর মঞ্চে দেখানো হবে, যা চলচ্চিত্রপ্রেমীদের জন্য এক বিশেষ উপলক্ষ। এই সিনেমার হাত ধরেই প্রথমবার কানের রেড কার্পেটে পা রাখবেন সিমি গরিওয়াল। স্ক্রিনিংয়ে আরও থাকবেন পরিচালক ওয়েস অ্যান্ডারসন, প্রযোজক পূর্ণিমা দত্ত, ফিল্ম ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মার্গারেট বোদ্দে এবং ফিল্ম হেরিটেজ ফাউন্ডেশনের শিবেন্দ্র সিং দুঙ্গারপুর।

এমন একটি মর্যাদাপূর্ণ আয়োজনে অংশ নিতে পেরে দারুণ উচ্ছ্বসিত শর্মিলা ঠাকুর। তিনি বলেন, “মানিকদার ‘অরণ্যের দিনরাত্রি’ পুনরুদ্ধার হয়ে কানে দেখানো হবে—এটা সত্যিই দারুণ এক খবর। সহ-অভিনেতাদের সঙ্গে কাটানো মুহূর্তগুলো এখনো স্মৃতিতে টাটকা।”

শাশুড়ির এই অর্জনে আবেগাপ্লুত করিনা কাপুরও। ইনস্টাগ্রামে শেয়ার করা এক স্টোরিতে শর্মিলাকে ‘কিংবদন্তি’ বলে অভিহিত করে ভালোবাসার ইমোজিও জুড়ে দেন তিনি। এছাড়াও এক ভিডিও বার্তায় করিনা বলেন, “আমার শাশুড়ি বরাবরই বাংলার আসল বাঘিনী ছিলেন এবং থাকবেন।”

সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ‘অরণ্যের দিনরাত্রি’ ছবিতে অভিনয় করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, অপর্ণা সেন, রবি ঘোষ, শমিত ভঞ্জ, শুভেন্দু চট্টোপাধ্যায়সহ একঝাঁক গুণী অভিনেতা। আধুনিক শহুরে যুবকদের ভ্রমণের গল্পে জীবন, সম্পর্ক আর আত্মঅন্বেষণের চিত্র এক নতুন মাত্রা পেয়েছিল এই সিনেমায়।

উল্লেখ্য, এবারের কান উৎসবে ভারতের আরও চারটি সিনেমা প্রদর্শিত হবে—‘হোমবাউন্ড’, ‘তানভি দ্য গ্রেট’, ‘চরক’ এবং ‘আ ডল মেড আপ অফ ক্লে’। এসবের পাশাপাশি ‘অরণ্যের দিনরাত্রি’র কান যাত্রা বাংলা সিনেমার জন্য নিঃসন্দেহে এক গৌরবময় অধ্যায়।

আরএ

Share this news on: