ব্রাহ্মণবাড়িয়ায় আ.লীগ নেতাকে ছিনিয়ে নিতে গিয়ে আটক ছাত্রদল নেতা

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুলিশের কাছ থেকে এক আওয়ামী লীগ নেতাকে জোর করে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে ধস্তাধস্তিতে এক পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।

ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা আওয়ামী লীগ নেতা হলেন চাতলপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের যুগ্ম সম্পাদক মশিউর রহমান। আটক হওয়া ছাত্রদল নেতা হলেন ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জয়নাল ভূঁইয়া।

মঙ্গলবার (১৩ মে) দুপুরে চাতলপাড় পুলিশ ফাঁড়ির কাছে এ ঘটনা ঘটে। ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়া ও গ্রেফতার মশিউর রহমান সম্পর্কে সৎভাই বলে জানা গেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে দেশব্যাপী চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর আওতায় চাতলপাড় ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি অরুপ রায় ও যুগ্ম সম্পাদক মশিউর রহমানকে চাতলপাড় বাজার এলাকা থেকে পৃথকভাবে গ্রেপ্তার করে পুলিশ। তবে মশিউর রহমানকে গ্রেপ্তারের পরপরই ছাত্রদল নেতা জয়নাল ভূঁইয়া ও তার সহযোগীরা চাতলপাড় পুলিশ ফাঁড়ির কাছে পুলিশের গতিরোধ করেন এবং ধস্তাধস্তির মাধ্যমে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। এ সময় ফাঁড়ির ইনচার্জ এসআই রফিকুল ইসলাম আহত হন।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, পারিবারিক কলহের জেরে আজ দুপুরে পুলিশ তাদের বাড়িতে যায়। এ সময় পুলিশের সঙ্গে কোনো বিষয় নিয়ে তাদের ধস্তাধস্তি হয়েছে বলে জানতে পেরেছি। আওয়ামী লীগ নেতাকে ছাড়িয়ে নেওয়ার জন্য পুলিশের সঙ্গে এমন কোনো অপ্রীতিকর ঘটনার বিষয়টি আমার জানা নেই বলে মন্তব্য করেন তিনি।

এ বিষয়ে জানতে এসআই রফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে স্থানীয় সাংবাদিকদের তিনি সংক্ষেপে জানান, আমি এ বিষয়ে কোনো মন্তব্য করতে পারব না। তবে জয়নালকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া হয়েছে বলে জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খায়রুল আলম বলেন, আওয়ামী লীগের একজন নেতাকে গ্রেপ্তারের সময় স্থানীয় ছাত্রদলের এক নেতা পুলিশের হাত থেকে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। শুনেছি ছাত্রদল নেতা ও আসামি সম্পর্কে সৎভাই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেও জানান তিনি। 

আরএ

Share this news on:

সর্বশেষ

img
১০ বছর পর বদলে গেল গুগল May 14, 2025
img
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার ৩ May 14, 2025
img
পুতিনের সঙ্গে বৈঠকের জন্য ট্রাম্পের সহায়তা চাইলেন জেলেনস্কি May 14, 2025
img
ডিম খাওয়ার সময় এই ৯টি ভুল একদম নয়! May 14, 2025
img
দলকে আরো অনেক কিছু দেওয়ার আছে লিটনের: নাসির May 14, 2025
img
ঢাবি শিক্ষার্থী নিহতের ঘটনায় মামলার প্রস্তুতি বিশ্ববিদ্যালয় প্রশাসনের May 14, 2025
img
দেশের অর্থনীতি পাল্টাতে হলে চট্টগ্রাম বন্দরই ভরসা : প্রধান উপদেষ্টা May 14, 2025
img
চাঁদাবাজির মামলায় কারাগারে খুলনার সাবেক কাউন্সিলর লিলি May 14, 2025
img
না ফেরার দেশে বিশ্বের সবচেয়ে ‘দরিদ্র প্রেসিডেন্ট’ হোসে মুজিকা May 14, 2025
img
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার বিচার চাইলেন মির্জা ফখরুল May 14, 2025