জেমসের সুরে ভেসে গেল নিরাপত্তা! কনসার্টে নারী নিপীড়ন ও চুরির অভিযোগ

টাঙ্গাইলে বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ফুটবল চ্যাম্পিয়নশীপ উপলক্ষ্যে আয়োজিত ট্রফি উন্মোচন অনুষ্ঠানে নগর বাউল জেমসের কনসার্টে মোবাইল চুরির হিড়িক পড়েছে।

মঙ্গলবার (১৩ মে) রাতে টাঙ্গাইল শহীদ মারুফ স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। এছাড়াও কনসার্টে কয়েকজন নারীকে শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে।

মোবাইল চুরির ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত কমপক্ষে ১২৯ জন থানায় জিডি করেছেন।

জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় চ্যাম্পিয়নশীপের ট্রফি উন্মোচন হয়। এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। এসময় জেলা বিএনপি'র সভাপতি হাসানুজ্জামিল শাহিন, সাধারণ সম্পাদক ফরহাদ ইকবালসহ বিএনপির ও আয়োজক কমিটির নেতৃত্বন্দ উপস্থিত ছিলেন।

এদিন রাত ৯ টার দিকে জেমস মঞ্চে উঠেন। তার জনপ্রিয় একের পর এক গানের সুরে দর্শকদের মাতোয়ারা করে তোলেন। জেমসের কনসার্টের টানে পুরো স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল। সেই সুযোগেই প্রায় শতাধিক মোবাইল সেখানে চুরি হয়েছে। এছাড়াও কয়েকজন নারীকে শ্লীলতাহানিরও অভিযোগ উঠেছে।

দর্শকদের অভিযোগ, আয়োজক কমিটি যথাযথ দায়িত্ব পালন করেনি। বিশেষ করে বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের চাপে হিমশিম খেতে হয়েছে। এর ফলে আইনশৃঙ্খলা বাহিনী যথাযথ দায়িত্ব পালন করতে পারেনি।

স্থানীয় সাংবাদিক নাঈম খান রাব্বি বলেন, পেশাগত কাজের জন্য গিয়েছিলাম। কিন্তু জেমসের কনসার্টে আমার মোবাইল ফোন চুরি হয়েছে। এছাড়া আমার ভাগ্নের ফোনও হারিয়েছে। আমার দুইটি ফোনের মূল্য ৫০ হাজার টাকার উপরে।

টাঙ্গাইলের ক্রীড়া সাংবাদিক মোজাম্মেল হক বলেন, পেশাগত দায়িত্ব পালন করার জন্য সাংবাদিক হিসেবে ভিআইপি গেটে দিয়ে প্রবেশ করতে গিয়ে ফিরে এসেছি। সাংবাদিক পরিচয় দেয়ার পরেও টিকেট ছাড়া প্রবেশ করতে দেয়নি। বিষয়টি খুবই দু:দুঃখজনক।

টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ বলেন, কনসার্টে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ছিল। তবুও মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত মোবাইল হারিয়ে থানায় প্রায় ১২৯ জন জিডি করেছেন।

এফপি/টিএ
 

Share this news on:

সর্বশেষ

img
দোহায় ট্রাম্প ও কাতারের আমিরের সাথে দেখা করবেন মুকেশ আম্বানি May 14, 2025
img
চাকুরিচ্যুত সেনাসদস্যদের ধৈর্য ধরার আহ্বান,আইএসপিআর এর বিবৃতি May 14, 2025
img
মেয়র হিসেবে ইশরাককে শপথ না পড়াতে হাইকোর্টে রিট May 14, 2025
img
ফার্স্টলুকে নেই মিশু! ‘ব্যাচেলর পয়েন্ট ৫’ নিয়ে জল্পনা তুঙ্গে May 14, 2025
img
কন্নড় গান বিতর্কে সোনু নিগম,কর্নাটক হাই কোর্টে আইনি লড়াই May 14, 2025
img
হতাশাজনক মৌসুম, পুরস্কার বিতরণী অনুষ্ঠান বাতিল করল ম্যানইউ May 14, 2025
img
নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম দিনে চালকের আসনে বাংলাদেশ May 14, 2025
img
বাংলাদেশের পাকিস্তান সফর নিয়ে সবশেষ যা জানা গেল May 14, 2025
img
আইজিপির সঙ্গে রবার্ট এফ কেনেডি মানবাধিকার সংস্থার প্রতিনিধিদলের সাক্ষাৎ May 14, 2025
img
ভারতে চীনা ও তুর্কি গণমাধ্যমের এক্স অ্যাকাউন্ট ব্লক May 14, 2025