ভারতে চীনা ও তুর্কি গণমাধ্যমের এক্স অ্যাকাউন্ট ব্লক

চীন ও তুরস্কের রাষ্ট্র-নিয়ন্ত্রিত একাধিক গণমাধ্যমের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট ব্লক করেছে ভারত। অভিযোগ, এই অ্যাকাউন্টগুলো ভারতের ‘জাতীয় স্বার্থবিরোধী প্রোপাগান্ডা ও মিথ্যা তথ্য’ ছড়াচ্ছে।ব্লক হওয়া অ্যাকাউন্টগুলো হলো তুরস্কের আন্তর্জাতিক সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড এবং চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা গ্লোবাল টাইমস ও সিনহুয়া।

পাকিস্তানে বিমান হামলার কাভারেজ নিয়ে চলতি সপ্তাহে চীনে ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে চীনা গ্লোবাল টাইমসকে তীরস্কার করা হয়। দূতাবাসের এক্স হ্যান্ডেলে এক পোস্টে বলা হয়, ‘আমরা আপনাদেকে সুপারিশ করছি যে, আপনারা এই ধরণের বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করার আগে খবরের উৎসগুলো ও তথ্যউপাত্ত যাচাই করুন।’

এরপর আরও কয়েকটি পোস্টে ভারতীয় দূতাবাস অভিযোগ করে, ‘পাকিস্তানপন্থি বেশ কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতীয় সশস্ত্র বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে ভিত্তিহীন তথ্য ছড়াচ্ছে। এর মাধ্যমে জনসাধারণকে বিভ্রান্ত করা হচ্ছে।
 
এনডিটিভির প্রতিবেদন মতে, চীনে ভারতীয় দূতাবাসের বিবৃতির পরই চীনা ও তুর্কি গণমাধ্যমের এক্স অ্যাকাউন্ট ব্লক করা হয়েছে। ভারতে গ্লোবাল টাইমসের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টে লেখা প্রবেশ করতে গেলে দেখা যাচ্ছে: ‘অ্যাকাউন্ট আটকে দেয়া হয়েছে।’

এর আগে ভারত অধিকৃত কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার পর উসকানিমূলক কনটেন্ট ছড়ানোর অভিযোগে ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল ব্লক করে ভারত।এসব চ্যানেলের মধ্যে পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ও দেশটির সাবেক ক্রিকেটার শোয়েব মালিকের পাশাপাশি ডন, জিও নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার ও সুনো নিউজের ইউটিউব চ্যানেল রয়েছে।
 
নিষেধাজ্ঞার আওতায় পড়েছে সাংবাদিক ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা ও মুনিব ফারুকের চ্যানেলও। ভারতে এসব চ্যানেলের সম্মিলিত সাবস্ক্রাইবার সংখ্যা প্রায় ৬ কোটি ৩০ লাখ।


এমআর/এসএন



Share this news on:

সর্বশেষ

img
৩ শতাংশ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট May 15, 2025
img
এস্পানিওল ম্যাচে খেলতে প্রস্তুত লেভানদোভস্কি May 15, 2025
img
শিরোপা জিতলে উদযাপনে ‘বাড়াবাড়ি করবে না’ বার্সেলোনা May 15, 2025
img
‘হঠকারী আচরণ’—উপদেষ্টা মাহফুজের ওপর হামলায় ক্ষুব্ধ শিবির সভাপতি May 15, 2025
img
মাহফুজকে লক্ষ্য করে বোতল নিক্ষেপের ঘটনায় রাফে সালমানের তীব্র নিন্দা May 15, 2025
img
উপদেষ্টার ওপর হামলায় সারজিসের ক্ষোভ: 'আপনাদের প্রতি ধিক্কার' May 15, 2025
img
জবির সমস্যা দ্রুত সমাধান করা হবে : মাহফুজ আলম May 15, 2025
নবীজিকে সাহাবীরা যেভাবে মানতেন | ইসলামিক জ্ঞান May 15, 2025
৮ বছর পর আসছে নেমেসিসের নতুন অ্যালবাম May 15, 2025
নুর - আফ্রিদির ৫ ঘণ্টার গোপন বৈঠক ফাঁস! | টাইমস ফ্ল্যাশ | ১৪ মে, ২০২৫ May 15, 2025