শুধু দেখতেই সুন্দর নয়, পুষ্টিগুণেও সমৃদ্ধ এই ফল

কেক, আইসক্রিম, বিস্কুটসহ নানা খাবারে ব্যবহার করা যায় স্ট্রবেরি। যেমন স্বাদ-গন্ধ, তেমনই পুষ্টিগুণে ভরা এই ফল। স্মুদি থেকে পেস্ট্রি, প্রায় সব কিছুতেই নানাভাবে ব্যবহার করা হয় লাল রঙের এই ফল। নানা ধরনের অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর স্ট্রবেরি স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো।

এ ছাড়া হার্টের অসুখ, ওবেসিটির মতো নানা সমস্যা প্রতিরোধে কাজে আসে এই ফল। স্ট্রবেরিতে রয়েছে প্রচুর ভিটামিন সি। এ ছাড়া ভিটামিন এ, ফসফরাস ও ম্যাগনেসিয়াম জোগান দেয় এই ফল।অনেকেই ডায়াবেটিক রোগীদের স্ট্রবেরি না খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন।

কিন্তু গবেষণায় দেখা গেছে, স্ট্রবেরি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণের পাশাপাশি মিষ্টির লোভ মেটাতেও সহায়তা করতে পারে। এই ফল ইনসুলিন সংকেতকে উন্নত করে। যার ফলে রক্ত প্রবাহ থেকে শর্করা বের হয়ে যায় এবং কোষে পাঠিয়ে দেয়। সেখানে এটি শক্তিতে রূপান্তরিত হয় বলে মত গবেষকদের।
 
বিশেষজ্ঞদের মতে, স্ট্রবেরি অ্যান্টি-অক্সিড্যান্ট ও পলিফেনল সমৃদ্ধ। যা এই রোগের সঙ্গে লড়াই করতে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। বেশি অ্যান্থোসায়ানিন সমৃদ্ধ এই ফল খেলে ডায়াবেটিসের ঝুঁকি কমতে পারে।

যেকোনো ধরনের বেরিজাতীয় ফলে অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে। স্ট্রবেরি তার মধ্যে অন্যতম।এটি লিভারের স্বাস্থ্য উন্নত করতে সাহায্য করে। আপনি যদি নিয়মিত এই ফলগুলো খান এতে রক্তচাপ ও কোলেস্টেরলের মাত্রা কমবে। পাশাপাশি অক্সিডেটিভ চাপও কমবে।

এ ছাড়া স্ট্রবেরিতে ফাইটোকেমিক্যাল রয়েছে, যা কিডনির কোষগুলোতে ফ্রি-র‍্যাডিক্যাল কমায়। ফলে অক্সিডেটিভ স্ট্রেস ও প্রদাহ কমে। বেরি কিডনি ডিটক্সে ব্যাপকভাবে ব্যবহৃত হয়।


এমআর/এসএন


Share this news on:

সর্বশেষ

img
পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল মিশা সওদাগরের, অবশেষে অস্ত্রোপচার সম্পন্ন May 15, 2025
কী উপলক্ষে আ.লীগ কার্যালয়ে বিরিয়ানি খাচ্ছেন, তা নিজেরাও জানেন না! May 15, 2025
নার্সিং শিক্ষার্থীদের আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা May 15, 2025
img
মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপে হতাশা প্রকাশ উপদেষ্টা আসিফের May 15, 2025
img
দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না জবি শিক্ষার্থীরা May 15, 2025
img
ধারণার চেয়ে অনেক দ্রুত ‘মরে যাচ্ছে’ মহাবিশ্ব? May 15, 2025
img
৩ শতাংশ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট May 15, 2025
img
এস্পানিওল ম্যাচে খেলতে প্রস্তুত লেভানদোভস্কি May 15, 2025
img
শিরোপা জিতলে উদযাপনে ‘বাড়াবাড়ি করবে না’ বার্সেলোনা May 15, 2025
img
‘হঠকারী আচরণ’—উপদেষ্টা মাহফুজের ওপর হামলায় ক্ষুব্ধ শিবির সভাপতি May 15, 2025