পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল মিশা সওদাগরের, অবশেষে অস্ত্রোপচার সম্পন্ন
মোজো ডেস্ক 02:13AM, May 15, 2025
প্রায় নয় বছর আগে ‘মিসড কল’ ছবির শুটিংয়ে গুরুতর আহত হয়েছিলেন ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় খলঅভিনেতা মিশা সওদাগর। ২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত সিনেমাটির একটি গানের দৃশ্যে বৃহন্নলা চরিত্রে অভিনয়ের সময় নাচের শুটিং করতে গিয়ে পড়ে যান তিনি। এতে ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হলেও পরে আবার সেই একই স্থানে আঘাত পান মিশা।
পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে হাঁটুর অস্ত্রোপচারের প্রয়োজন হয়। সেই উদ্দেশ্যে কিছুদিন আগে তিনি যুক্তরাষ্ট্রে যান।
আজ বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে ডালাসের একটি হাসপাতালে তার হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন অভিনেতা জায়েদ খান।
তিনি বলেন, “মিশা ভাই কয়েক বছর ধরে পায়ের ব্যথায় কষ্ট পাচ্ছিলেন। আজ অবশেষে সফলভাবে অপারেশন হয়েছে। তিনি এখন ভালো আছেন এবং বিশ্রামে রয়েছেন।”
জায়েদ খান আরও জানান, হাসপাতালটি তার অবস্থান থেকে প্রায় তিন ঘণ্টা দূরে। তিনি মিশা সওদাগরকে দেখতে যাওয়ার পরিকল্পনা করছেন।