পাক-ভারত আকাশসীমা স্বাভাবিক, বিমানের ৩ ফ্লাইটের সময়সূচি র্নির্ধারণ
মোজো ডেস্ক 08:08AM, May 15, 2025
পাকিস্তান ও ভারতের আঞ্চলিক আকাশসীমা স্বাভাবিক হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টরন্টো, লন্ডন ও রোমগামী ফ্লাইটগুলোর ঢাকা ছাড়ার সময় নতুনভাবে নির্ধারণ করেছে।
জাতীয় পতাকাবাহী সংস্থা জানিয়েছে, ফ্লাইটের নতুন সময়সূচি বৃহস্পতিবার থেকে কার্যকর হবে এবং সব যাত্রীদের আপডেট করা সময় অনুসারে চেক-ইন কাউন্টারে রিপোর্ট করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিমানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা-টরন্টো (ইএ৩০৫/৩০৬) ফ্লাইটের আপডেট করা ফ্লাইটের সময়সূচি- ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় পূর্ববর্তী সময় ভোর ৩:৪৫ থেকে পরিবর্তন করে ভোর ৩টা করা হয়েছে।
ঢাকা-লন্ডন (ইএ২০১/২০২) ফ্লাইট-ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময়সূচি সকাল ৭:৪০টার পরিবর্তে সকাল ৭টায় পুনর্নির্ধারণ করা হয়েছে। শুধু বৃহস্পতিবার, ঢাকা-লন্ডন ফ্লাইট এখন সকাল ৮:৫০টার পরিবর্তে সকাল ৮:১০টায় ছাড়বে।
ঢাকা-রোম (ইএ৩৫৫/৩৫৬) ফ্লাইট-ঢাকা থেকে ছেড়ে যাওয়ার সময় আগের সময় ১১:৩০টার পরিবর্তে সকাল ১০:৪৫টায় নির্ধারণ করা হয়েছে।