গহনা দেখতে এসে ১০০ ভরি সোনা চুরি

রংপুর নগরীর বেতপট্টি এলাকায় দিনের বেলায় ‘লক্ষ্মী জুয়েলার্স’ নামের একটি দোকানে গহনা দেখতে এসে সোনার বক্স চুরির ঘটনা ঘটেছে। দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে কৌশলে প্রায় ১০০ ভরি সোনা চুরি করে নিয়ে যায় একটি প্রতারকচক্র। চুরি করা সোনার বাজারমূল্য প্রায় দেড় কোটি টাকা বলে জানিয়েছেন দোকানটির মালিক।

বুধবার (১৪ মে) দুপুরে চুরির ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।

দোকানের কর্মচারীরা জানান, দুপুরে দুটি দলে বিভক্ত হয়ে ৫ জন নারী দোকানে প্রবেশ করে। তারা গহনা দেখার নামে কর্মচারীদের নানা রকমভাবে ব্যস্ত রাখে এবং কয়েকবার গহনা ওয়াশ করানোর জন্য একজন কর্মচারীকে বাইরে পাঠায়। এক পর্যায়ে কর্মচারীদের ব্যস্ততার সুযোগ নিয়ে ক্যাশ কাউন্টারের পাশে রাখা সোনার স্টক বক্সটি কৌশলে চুরি করে নিয়ে যায়।

বিকেল ৩টার দিকে দোকান মালিক বিষয়টি জানতে পারেন এবং সিসিটিভি ফুটেজ দেখে ঘটনার সত্যতা নিশ্চিত হন।

লক্ষ্মী জুয়েলার্সের মালিক অনিন্দ বসাক বলেন, ‘একদল নারী প্রতারক কর্মচারীদের বিভ্রান্ত করে দোকানের স্টক বক্সটি নিয়ে গেছে। তাতে এক শর বেশি ভরি সোনা ছিল, যার মূল্য প্রায় দেড় কোটি টাকা। এ ব্যাপারে আমি প্রশাসনের সহযোগিতা কামনা করছি।’

রংপুর জুয়েলার্স ব্যবসায়ী সমিতির সভাপতি এনামুল হক সোহেল বলেন, ‘সোনার দাম বাড়ার কারণে নিরাপত্তা ঝুঁকি বেড়েছে। নগরীতে পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা ও সিসি ক্যামেরা স্থাপন প্রয়োজন। নিরাপত্তা জোরদার করা হলে এ ধরনের চুরি ঠেকানো সম্ভব।’

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান জানান, ঘটনার পরপরই পুলিশ পাঠানো হয়েছে। একজন অফিসার তদন্ত করছেন।

নগরীর বিভিন্ন সিসি ক্যামেরা ফুটেজ যাচাই করে চোরদের শনাক্তের চেষ্টা চলছে।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
এই জিনিস না খেয়ে মরলে পুরো জীবনটাই বৃথা: শবনম ফারিয়া May 15, 2025
আ.লীগের অফিসের সামনে চলছে কী? মানুষ এসব কী খাচ্ছেন? May 15, 2025
img
ইসলামিক পথচলায় এতো বাধা কেনো: লুবাবা May 15, 2025
img
আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী May 15, 2025
img
জাতিসংঘের পুলিশ ইউনিটে ১৫ শতাংশ নারী পাঠাবে বাংলাদেশ May 15, 2025
img
'বোতল ছুঁড়ে মারার পরপরই কেন ব্যবস্থা নেওয়া হয়নি?' : প্রশ্ন উমামা ফাতেমার May 15, 2025
img
তারা আমার উপর হামলা করেনি: উপদেষ্টা মাহফুজ আলম May 15, 2025
img
পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল মিশা সওদাগরের, অবশেষে অস্ত্রোপচার সম্পন্ন May 15, 2025
কী উপলক্ষে আ.লীগ কার্যালয়ে বিরিয়ানি খাচ্ছেন, তা নিজেরাও জানেন না! May 15, 2025
নার্সিং শিক্ষার্থীদের আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা May 15, 2025