ব্রাহ্মণবাড়িয়ায় গোষ্ঠীগত বিরোধে রক্তক্ষয়ী সংঘর্ষ, প্রাণ গেল যুবকের

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নাটাই গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রাণ হারিয়েছেন নিয়াজুল মিয়া (৪৫) নামে এক যুবক। এ ছাড়া অন্তত ১৬ জন আহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার (১৪ মে) বিকেলে এ ঘটনা ঘটে।নিহত নিয়াজুল মিয়া স্থানীয় তোতা মিয়ার ছেলে।

জানা যায়, উপজেলার নাটাই ইউনিয়নের চান্দের গোষ্ঠী ও সলিম গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এই পুরোনো বিরোধ ফের রক্তক্ষয়ী রূপ নেয় গত সোমবার রাতে, যখন সলিম গোষ্ঠীর এক যুবক চান্দের গোষ্ঠীর বাড়িতে গিয়ে মাদক সেবনের চেষ্টা করেন। বাধা দেওয়ায় দুই পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে হাতাহাতির ঘটনা ঘটে।

পরদিন মঙ্গলবার সকালেই উত্তপ্ত পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। দেশীয় অস্ত্র নিয়ে উভয় গোষ্ঠীর লোকজন রাস্তায় নেমে আসে এবং শুরু হয় ইট-পাটকেল নিক্ষেপ। এতে উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হন।

তবে পরিস্থিতি আরও ভয়াবহ হয় বুধবার (১৪ মে) বিকেলে। পূর্বের উত্তেজনার জেরে দুই পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এই দফায় টেঁটা, রড ও লাঠিসোঁটা ব্যবহার করা হয়। সংঘর্ষে গুরুতর আহত হন নিয়াজুল মিয়াসহ অন্তত ১৬ জন। আহতদের স্থানীয় হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় নিয়াজুল মিয়া মারা যান।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোজাফ্ফর হোসেন বলেন, সংঘর্ষে একজন নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এফপি/টিএ 

Share this news on:

সর্বশেষ

img
পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল মিশা সওদাগরের, অবশেষে অস্ত্রোপচার সম্পন্ন May 15, 2025
কী উপলক্ষে আ.লীগ কার্যালয়ে বিরিয়ানি খাচ্ছেন, তা নিজেরাও জানেন না! May 15, 2025
নার্সিং শিক্ষার্থীদের আওয়ামী লীগ ট্যাগ দেওয়ার চেষ্টা May 15, 2025
img
মাহফুজ আলমের ওপর বোতল নিক্ষেপে হতাশা প্রকাশ উপদেষ্টা আসিফের May 15, 2025
img
দাবি আদায় না হওয়া পর্যন্ত কাকরাইল মোড় ছাড়বে না জবি শিক্ষার্থীরা May 15, 2025
img
ধারণার চেয়ে অনেক দ্রুত ‘মরে যাচ্ছে’ মহাবিশ্ব? May 15, 2025
img
৩ শতাংশ কর্মী ছাঁটাই করছে মাইক্রোসফট May 15, 2025
img
এস্পানিওল ম্যাচে খেলতে প্রস্তুত লেভানদোভস্কি May 15, 2025
img
শিরোপা জিতলে উদযাপনে ‘বাড়াবাড়ি করবে না’ বার্সেলোনা May 15, 2025
img
‘হঠকারী আচরণ’—উপদেষ্টা মাহফুজের ওপর হামলায় ক্ষুব্ধ শিবির সভাপতি May 15, 2025