আলোচিত মডেল উরফি জাভেদ যাওয়ার কথা ছিল কান চলচ্চিত্র উৎসবে, কিন্তু শেষ মুহূর্তে সবকিছু ভেস্তে যায়। এ নিয়ে দুঃখ প্রকাশ করে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।
পোস্টে উরফি জানান, বেশ কিছুদিন ধরে তিনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন। কারণ, তার জীবনে নানা সমস্যা চলছিল এবং একের পর এক বাধার সম্মুখীন হচ্ছিলেন।
তিনি লেখেন, ‘গত কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলাম না। কোনো কিছু পোস্ট করিনি। আমি কঠিন সময় পার করছিলাম, এ কারণে আমাকে কোথাও দেখা যায়নি। আমার ব্যবসাও ঠিকভাবে চলছিল না। আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হতে হয়েছে। “ইন্ডে ওয়াইল্ড”-এর মাধ্যমে কানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিসা বাতিল হয়ে গেছে। আমি কিছু দারুণ পোশাকের আইডিয়া নিয়ে কাজ করছিলাম। তবে ভিসা বাতিলের পর আমি এবং আমার টিম ভীষণ হতাশ হয়ে পড়েছি।’
উরফি আরও লেখেন, ‘সম্ভবত আপনারাও আমার মতো এই সময় প্রত্যাখ্যানের সম্মুখীন হচ্ছেন। যদি আপনার জীবনে এমন কিছু হয়ে থাকে, তাহলে আমাকে জানান। “#Rejected” হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার গল্প আমার সঙ্গে শেয়ার করুন, আমাকে ট্যাগ করুন। আমি তা আমার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করব, যাতে অন্যরাও এতে অনুপ্রাণিত হতে পারে।’
তিনি আরও যোগ করেন, ‘প্রত্যাখ্যাত হয়ে ভেঙে পড়া, কান্নাকাটি করা খুব স্বাভাবিক। আমিও কাঁদি। কিন্তু তারপর কী হয়? যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন প্রত্যাখ্যানের পেছনেই একেকটি নতুন সুযোগ লুকিয়ে থাকে। আমাদের কেবল সেটা খুঁজে বের করতে হবে। আমি বহুবার প্রত্যাখ্যাত হয়েছি, কিন্তু কখনো থেমে যাইনি — আপনাদেরও থামা উচিত নয়।’
এসএস