কান উৎসবে যাওয়া হলো না আলোচিত মডেল উরফি জাভেদের

আলোচিত মডেল উরফি জাভেদ যাওয়ার কথা ছিল কান চলচ্চিত্র উৎসবে, কিন্তু শেষ মুহূর্তে সবকিছু ভেস্তে যায়। এ নিয়ে দুঃখ প্রকাশ করে ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন তিনি।

পোস্টে উরফি জানান, বেশ কিছুদিন ধরে তিনি সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন। কারণ, তার জীবনে নানা সমস্যা চলছিল এবং একের পর এক বাধার সম্মুখীন হচ্ছিলেন।

তিনি লেখেন, ‘গত কিছুদিন ধরে আমি সোশ্যাল মিডিয়ায় সক্রিয় ছিলাম না। কোনো কিছু পোস্ট করিনি। আমি কঠিন সময় পার করছিলাম, এ কারণে আমাকে কোথাও দেখা যায়নি। আমার ব্যবসাও ঠিকভাবে চলছিল না। আমি বারবার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবারই ব্যর্থ হতে হয়েছে। “ইন্ডে ওয়াইল্ড”-এর মাধ্যমে কানে যাওয়ার সুযোগ পেয়েছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভিসা বাতিল হয়ে গেছে। আমি কিছু দারুণ পোশাকের আইডিয়া নিয়ে কাজ করছিলাম। তবে ভিসা বাতিলের পর আমি এবং আমার টিম ভীষণ হতাশ হয়ে পড়েছি।’

উরফি আরও লেখেন, ‘সম্ভবত আপনারাও আমার মতো এই সময় প্রত্যাখ্যানের সম্মুখীন হচ্ছেন। যদি আপনার জীবনে এমন কিছু হয়ে থাকে, তাহলে আমাকে জানান। “#Rejected” হ্যাশট্যাগ ব্যবহার করে আপনার গল্প আমার সঙ্গে শেয়ার করুন, আমাকে ট্যাগ করুন। আমি তা আমার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করব, যাতে অন্যরাও এতে অনুপ্রাণিত হতে পারে।’

তিনি আরও যোগ করেন, ‘প্রত্যাখ্যাত হয়ে ভেঙে পড়া, কান্নাকাটি করা খুব স্বাভাবিক। আমিও কাঁদি। কিন্তু তারপর কী হয়? যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন, দেখবেন প্রত্যাখ্যানের পেছনেই একেকটি নতুন সুযোগ লুকিয়ে থাকে। আমাদের কেবল সেটা খুঁজে বের করতে হবে। আমি বহুবার প্রত্যাখ্যাত হয়েছি, কিন্তু কখনো থেমে যাইনি — আপনাদেরও থামা উচিত নয়।’


এসএস

Share this news on:

সর্বশেষ

img
যুক্তরাষ্ট্র থেকে ২১০টি বিমান কিনবে কাতার May 15, 2025
img
এই জিনিস না খেয়ে মরলে পুরো জীবনটাই বৃথা: শবনম ফারিয়া May 15, 2025
আ.লীগের অফিসের সামনে চলছে কী? মানুষ এসব কী খাচ্ছেন? May 15, 2025
img
ইসলামিক পথচলায় এতো বাধা কেনো: লুবাবা May 15, 2025
img
আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী May 15, 2025
img
জাতিসংঘের পুলিশ ইউনিটে ১৫ শতাংশ নারী পাঠাবে বাংলাদেশ May 15, 2025
img
'বোতল ছুঁড়ে মারার পরপরই কেন ব্যবস্থা নেওয়া হয়নি?' : প্রশ্ন উমামা ফাতেমার May 15, 2025
img
তারা আমার উপর হামলা করেনি: উপদেষ্টা মাহফুজ আলম May 15, 2025
img
পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল মিশা সওদাগরের, অবশেষে অস্ত্রোপচার সম্পন্ন May 15, 2025
কী উপলক্ষে আ.লীগ কার্যালয়ে বিরিয়ানি খাচ্ছেন, তা নিজেরাও জানেন না! May 15, 2025