দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঘাসুড়িয়া সীমান্তের ধানক্ষেত থেকে একটি পরিত্যক্ত ড্রোন ক্যামেরা উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে স্থানীয় কৃষক প্রফুল্ল টপ্পু ধানক্ষেতে কাজ করার সময় ড্রোনটি পড়ে থাকতে দেখে সেটি বাসায় নিয়ে যান।
পরে তিনি নিজেই থানা পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ও বিজিবি তার বাড়ি থেকে ড্রোনটি উদ্ধার করে থানায় নিয়ে আসে ।
সীমান্তবর্তী এলাকা থেকে ড্রোনটি উদ্ধারের ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে। ড্রোনটি কে বা কারা উড়িয়েছে এবং এটি কোথা থেকে এসেছে তা নির্ধারণে তদন্ত চলছে।
এসএস