রামনের শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়

চোটে জর্জরিত দল নিয়ে খেলতে নামলেও আক্রমণের ধার হারায়নি রিয়াল মাদ্রিদ। মায়োর্কার গোলরক্ষক লিও রোমানের একের পর এক অসাধারণ সেভে এক সময় হারের শঙ্কায় থাকলেও শেষ মুহূর্তে ইয়াকোবো রামনের গোলে লা লিগার শিরোপা লড়াইকে বাঁচিয়ে রাখল কার্লো আনচেলত্তির শিষ্যরা।

বুধবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে মায়োর্কাকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল ।

ম্যাচের প্রথমার্ধে মায়োর্কাকে এগিয়ে দেন মার্তিন ভালিয়েন্ত। দ্বিতীয়ার্ধে সমতায় ফেরান কিলিয়ান এমবাপে। অতিরিক্ত সময়ের একেবারে শেষ মিনিটে রামনের গোলে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। ২০ বছর বয়সী ডিফেন্ডারের রিয়াল ক্যারিয়ারের এটি প্রথম গোল।

এই ম্যাচে রেয়াল হেরে গেলে বার্সেলোনা মাঠে না নামতেই লিগ শিরোপা নিশ্চিত করে ফেলত। এখন বৃহস্পতিবার এস্পানিওলের বিপক্ষে জিতলেই শিরোপা যাবে কাতালানদের ঘরে।

রেয়াল এখন পর্যন্ত ৩৬ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। এক ম্যাচ কম খেলে বার্সার পয়েন্ট ৮২।

ম্যাচজুড়ে রেয়ালের আধিপত্য ছিল স্পষ্ট। ৭১ শতাংশ বল দখলে রেখে তারা ৩৯টি শট নেয়, যার ১৩টি ছিল লক্ষ্যে। বিপরীতে মায়োর্কা মাত্র ৪টি শট নেয়, যার দুটিই লক্ষ্যে। রোমান ১০টি সেভ করে ম্যাচে তার দলকে টিকিয়ে রাখেন।

ভিনিসিউস জুনিয়রসহ ১২ জন মূল খেলোয়াড়কে ছাড়াই খেলতে নামে রিয়াল । শুরুতেই সুযোগ পায় এন্দ্রিক, তবে গোলরক্ষকের হাতে আটকা পড়ে তার শট।

১১ মিনিটে রেয়ালের রক্ষণভেদ করে গোল করেন ভালিয়েন্ত। এরপর একের পর এক আক্রমণে যায় রেয়াল, কিন্তু রোমান হয়ে ওঠেন অতিক্রমণযোগ্য দেয়াল।

৬৮ মিনিটে মদ্রিচের পাস থেকে চার ডিফেন্ডার ও গোলরক্ষককে পরাস্ত করে সমতায় ফেরান এমবাপে। এটি তার লা লিগার ২৮তম এবং সব মিলিয়ে ৪০তম গোল।

৭৮ মিনিটে গিলেরের শট আবারও থামান রোমান। এরপর ৮৭ মিনিটে এমবাপের শট পোস্টের সামনে থেকে হেড করে সেভ করেন ভালিয়েন্ত।

পাঁচ মিনিটের ইনজুরি টাইমের শেষ মিনিটে আসে জয়সূচক গোল। কর্নার থেকে বল ক্লিয়ার হওয়ার পর ভালেহোর হেড থেকে বল পেয়ে ভলিতে গোল করেন ইয়াকোবো রামন, উল্লাসে ফেটে পড়ে সান্তিয়াগো বের্নাবেউ।

৩৬ ম্যাচ শেষে মায়োর্কা ৪৭ পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।

এসএস

Share this news on:

সর্বশেষ

img
তিন অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর সংকেত, ঝড়-বৃষ্টির পূর্বাভাস May 15, 2025
img
বাগেরহাটে মহাসড়কের পাশে অবৈধ স্থাপনা উচ্ছেদ May 15, 2025
img
ইমরান খানের মুক্তিতে ট্রাম্পের সহায়তা চাইলেন দুই পুত্র May 15, 2025
img
‘ভারতের অহংকার মাটিতে মিশিয়ে দিয়েছে পাকিস্তান সেনাবাহিনী’ May 15, 2025
img
দামুড়হুদায় ছাদ থেকে পড়ে প্রাণ গেল নারীর May 15, 2025
img
রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে শ্রমিক নিহত May 15, 2025
img
‘উপদেষ্টা মাহফুজকে শারীরিকভাবে লাঞ্ছিত করা কোনোভাবেই প্রত্যাশিত নয়’ May 15, 2025
img
পার্টির পর বিগড়ে গেল সালমানের অতিথিদের অবস্থা May 15, 2025
img
২৮০টি অবৈধ ধর্মীয় স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হলো ভারতে May 15, 2025
img
সুনামগঞ্জে মাদকবিরোধী পোস্ট করায় কলেজছাত্রীর বাড়িতে আগুন, গ্রেফতার ১ May 15, 2025