ধারণার চেয়ে অনেক দ্রুত ‘মরে যাচ্ছে’ মহাবিশ্ব?

সাম্প্রতিক এক গবেষণায় বিজ্ঞানীরা জানিয়েছেন, মহাবিশ্ব বিজ্ঞানীদের আগের ধারণার তুলনায় অনেক দ্রুত বিলুপ্তির পথে এগোচ্ছে।

ডাচ বিজ্ঞানীদের পরিচালিত ওই গবেষণায় দেখা গেছে, মহাবিশ্ব প্রায় ১০⁷⁸ বছর পর ‘হকিং রেডিয়েশন’ নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে চূড়ান্তভাবে বিলীন হয়ে যাবে। এই সংখ্যাটি ১-এর পর ৭৮টি শূন্যযুক্ত—astronomically বিশাল সময়।

তাত্ত্বিকভাবে, ‘হকিং রেডিয়েশন’ এমন একটি প্রক্রিয়া যেখানে ব্ল্যাক হোল থেকেও শক্তি বা বিকিরণ নিঃসরণ ঘটতে পারে। ১৯৭৪ সালে এই ধারণাটি প্রথম দেন বিখ্যাত ব্রিটিশ পদার্থবিজ্ঞানী স্টিফেন হকিং।

বিজ্ঞানীদের আগের অনুমান ছিল, এ প্রক্রিয়া ঘটতে প্রায় ১০^১১০০ বছর সময় নেবে। নতুন গবেষণায় এ ধারণা পাল্টে গিয়েছে তাদের।

মহাবিশ্বের ছড়িয়ে থাকা বিভিন্ন সাদা বামন তারার পুরোপুরি ক্ষয় হতে এ সময়টিই লাগবে। এসব তারা মহাবিশ্বের সবচেয়ে টেকসই বস্তু। তাই এগুলোই সবচেয়ে বেশি সময় ধরে টিকে থাকবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ দৈনিক ইন্ডিপেনডেন্ট।

নতুন এ গবেষণাটি ২০২৩ সালের এক গবেষণার ধারাবাহিকতা থেকে করেছেন বিজ্ঞানীরা, যেখানে দেখা গিয়েছিল, কেবল ব্ল্যাক হোলই নয়, বরং অন্য বিভিন্ন বস্তুও ‘হকিং রেডিয়েশন’ নামের প্রক্রিয়ার মাধ্যমে ‘বাষ্পীভূত’ হতে পারে।

নতুন এ গবেষণায় বিজ্ঞানীরা বোঝার চেষ্টা করেছেন, এ ঘটনা পুরোপুরি শেষ হতে ঠিক কত সময় লাগবে।

এ গবেষণাপত্রের প্রধান লেখক ও ব্ল্যাক হোল বিশেষজ্ঞ হেইনো ফাল্কে বলেছেন, “মহাবিশ্বের চূড়ান্ত সমাপ্তি আগের ধারণার চেয়ে অনেক আগেই ঘটবে। তবে সৌভাগ্যক্রমে সেটি ঘটতে এখনও অনেক সময় লাগবে।”

এ গবেষণার ভিত্তি হচ্ছে ‘হকিং রেডিয়েশন’। এ তত্ত্বটি প্রস্তাবের সময় স্টিফেন হকিং বলেছিলেন, ব্ল্যাক হোল থেকেও কৃষ্ণকণা ও রেডিয়েশন বা বিকিরণ বের হয়ে আসতে পারে। এ সময় ব্ল্যাক হোলের প্রান্তে দুটি কণা তৈরি হয়, একটি কণা ব্ল্যাক হোল শুষে নেয়, আর অন্যটি বেরিয়ে যায়।

এ প্রক্রিয়ায় ধীরে ধীরে ব্ল্যাক হোল ক্ষয় হতে শুরু করে এবং একসময় তা কণা ও রেডিয়েশনে পরিণত হয়।

গবেষকরা বলছেন, একটি বস্তু পুরোপুরি বাষ্পীভূত হতে কত সময় লাগবে তা নির্ভর করে সেটি কতটা ঘন তার ওপর। যেমন– নিউট্রন তারা ও স্টেলার ব্ল্যাক হোলের ক্ষয় হতে প্রায় ১০^৬৭ বছর সময় লাগে।

এদিকে, চাঁদ বা একজন মানুষের পুরোপুরি ক্ষয় হতে প্রায় ১০^৯০ বছর লাগতে পারে। তবে গবেষকরা এটাও বলেছেন, এর আগেই অন্য কোনো প্রক্রিয়ার মাধ্যমে এসব বস্তু বিলীন হয়ে যেতে পারে।

এ পরিবর্তন মানব জীবনের জন্য কোনো হুমকি নয়। এগুলো ঘটতে এখনও অনেক সময় নেবে। তবে মহাবিশ্বের ভবিষ্যৎ সম্পর্কে মানুষের ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করেছে এ গবেষণার ফলাফল।

‘ইউনিভার্স ডিকেইস ফাস্টার দেন থট, বাট স্টিল টেইকস এ লং টাইম’ শিরোনামে গবেষণাপত্রটি প্রকাশ পেয়েছে বিজ্ঞানভিত্তিক জার্নাল ‘জার্নাল অফ কসমোলজি অ্যান্ড অ্যাস্ট্রোপার্টিকেল ফিজিক্স’-এ।


এসএস

Share this news on:

সর্বশেষ

img
জামিনে মুক্তি পেলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি Aug 14, 2025
img
ইতিহাসের প্রথম পানিশূন্য রাজধানী হতে যাচ্ছে কাবুল! Aug 14, 2025
মুক্তিযোদ্ধাদের ন্যূনতম বয়সসীমা নিয়ে রাজনৈতিক পক্ষপাতদুষ্ট হাইকোর্ট Aug 14, 2025
গুম পরিবারকে ৫ কোটি টাকা ও সরকারি চাকরির দাবি! Aug 14, 2025
img
চীনা নৌবাহিনীর তাড়ায় মাঝ সমুদ্র থেকে পালালো যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ Aug 14, 2025
img
মহাকাশ স্টেশন রূপ নিলো বিয়ের মঞ্চে, বর ছিলেন মহাকাশে, কনে পৃথিবীতে Aug 14, 2025
img
ট্রাম্পকে নোবেলের জন্য দুইবার মনোনয়ন দেওয়া উচিত, মোদির প্রতি জন বোল্টনের প্রস্তাব Aug 14, 2025
img
উপদেষ্টা পদ ছাড়ার পর কোন দলে যাবেন আসিফ মাহমুদ? Aug 14, 2025
img
শাম্মির বাসায় যাওয়ার আগে উপদেষ্টা আসিফের সঙ্গে আমার কথা হয় : অপু Aug 14, 2025
img
রাজধানীতে ডিএমপির বিশেষ অভিযানে গ্রেপ্তার ৫৯ Aug 14, 2025
img
লুটের পাথর উদ্ধার, ২৪ ঘণ্টা যৌথবাহিনীসহ ৫ উদ্যোগ প্রশাসনের Aug 14, 2025
img
ভারতীয়দের নিয়ে এবার যুক্তরাজ্যের নতুন সিদ্ধান্ত Aug 14, 2025
img
এনসিপি সরকারে না গিয়েও তারা রাষ্ট্রীয় প্রটোকল পাচ্ছে : খোকন Aug 14, 2025
img
হার্ট অ্যাটাক করেছেন হিরো আলম! Aug 14, 2025
ভালোবাসা, ভাঙন আর বেঁচে থাকার গল্প বললেন নুসরাত ফারিয়া Aug 14, 2025
img
বয়স ৪৬, এখনো শিখছেন ইমরান তাহির Aug 14, 2025
যে কারণে স্বাস্থ্য সংস্কার আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকের Aug 14, 2025
ঋণখেলাপিরা নির্বাচনে অংশ নিতে পারবে না, জানালেন অর্থ উপদেষ্টা Aug 14, 2025
img
‎‎মানিকগঞ্জে আওয়ামী লীগ নেতার খামার থেকে গরু লুট Aug 14, 2025
img
মোদির মতে, ‘এআই’ মানে আমেরিকান-ইন্ডিয়ান Aug 14, 2025