'বোতল ছুঁড়ে মারার পরপরই কেন ব্যবস্থা নেওয়া হয়নি?' : প্রশ্ন উমামা ফাতেমার

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতিমা বুধবার (১৪ মে) দিবাগত রাত পৌনে ১টার দিকে তার ফেসবুক স্ট্যাটাসে জানিয়েছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আশপাশ থেকে পুলিশের টহল সরিয়ে নেওয়া হয়েছে এবং শিক্ষার্থীরাও ধীরে ধীরে অবস্থান ত্যাগ করছেন।

তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের উপর বোতল ছোড়ার ঘটনার প্রসঙ্গে উমামা লেখেন, “যে ব্যক্তি বোতল ছুঁড়ে মেরেছে, তাকে তাৎক্ষণিকভাবে কেন আটক করা হয়নি?” পাশাপাশি উপদেষ্টাদের নিরাপত্তা জোরদারের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে তিনি বলেন, “এই ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে দ্রুত আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে।”

স্ট্যাটাসে তিনি আরও লেখেন, “আশা করি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বারবার আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করা হবে না। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সরকারের সমন্বয়ে ছাত্রদের দাবিগুলোর দ্রুত সমাধান হওয়া উচিত।”

উল্লেখ্য, বুধবার তিন দফা দাবিতে দিনভর আন্দোলন করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দুপুরের পর তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনের কাকরাইল মোড়ে অবস্থান নেন। পরে পরিস্থিতি উত্তপ্ত হলে পুলিশ টিয়ারশেল ও লাঠিচার্জ করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়।


এসএস

Share this news on: