আমরা ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ নিয়েছি: পাকিস্তানের প্রধানমন্ত্রী

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে সাম্প্রতিক পাল্টা হামলাকে ১৯৭১ সালের যুদ্ধের প্রতিশোধ হিসেবে বর্ণনা করেছেন।

বুধবার (১৪ মে) শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে ‘অপারেশন বুনইয়ান-উন-মারসুস’-এ অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে জিও টিভি।

শেহবাজ বলেন, ভারতের আগ্রাসনের জবাবে পাকিস্তানি সেনারা যেভাবে শক্ত ও দ্রুত প্রতিক্রিয়া দেখিয়েছে, তা দেশের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তিনি বলেন, "১৯৭১ সালে পাকিস্তান যা হারিয়েছে, তার প্রতিশোধ আমাদের সেনারা এবার নিয়েছে।"

সেনাদের উদ্দেশে তিনি বলেন, “পাকিস্তানের রক্ষীরা কয়েক ঘণ্টার মধ্যেই ভারতের অপ্ররোচিত আগ্রাসন ঠেকিয়ে দিয়েছে। এই ঘটনা ইতিহাসে অমর হয়ে থাকবে।”

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে উদ্দেশ্য করে শেহবাজ বলেন, “বিশ্ব জানে ১৯৭১ সালে মুক্তিবাহিনীকে কারা প্রশিক্ষণ দিয়েছিল। আজ সেই শক্তিরাই বেলুচ লিবারেশন আর্মি ও তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে মদদ দিচ্ছে, যার পেছনে মোদির হাত রয়েছে।”

পানি প্রবাহ বন্ধের ভারতীয় হুমকির জবাবে শেহবাজ বলেন, “যদি ভারত পাকিস্তানের পানির প্রবাহ থামানোর কথা ভাবে, তাহলে জেনে রাখুন—পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি এমন এক সীমারেখা, যেখানে কোনো ছাড় দেওয়া হবে না।”

মোদিকে সরাসরি সতর্ক করে তিনি বলেন, “আরেকবার আগ্রাসন চালালে তার পরিণতি হবে ভয়াবহ। আপনার জ্বালাময়ী বক্তব্য আপনার কাছেই রাখুন। পাকিস্তান শান্তি চায়, তবে আমাদের শান্তিপ্রয়াসকে দুর্বলতা ভেবে ভুল করবেন না।”

প্রসঙ্গত, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধে বাংলাদেশিদের পাশে দাঁড়িয়ে পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছিল ভারত। সে সময় পাকিস্তানি বাহিনী ভারতের আটটি বিমান ঘাঁটিতে ‘অপারেশন চেঙ্গিস খান’ নামে হামলা চালায়, যার পরিপ্রেক্ষিতে ৩ ডিসেম্বর ভারত আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করে। ১৬ ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার মধ্য দিয়ে সেই যুদ্ধের অবসান ঘটে।


এসএস

Share this news on:

সর্বশেষ