‘চল চল যমুনা যাই’ এই রাজনীতি আর হতে দেব না: তথ্য উপদেষ্টা

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, "আজ থেকে ‘চল চল যমুনা যাই’ ধরনের রাজনীতি আর সহ্য করা হবে না। যথেষ্ট হয়েছে—এই ধরনের আন্দোলন আর হতে দেওয়া হবে না।" তিনি বলেন, শিক্ষার্থীদের ভেতরে যারা বুধবারের কর্মসূচিতে অংশ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন, তারা গুরুতর ভুল করেছেন। স্যাবোটাজের উদ্দেশ্যে কেউ আন্দোলনে ঢুকলে, শিক্ষার্থীদের উচিত তাদের চিহ্নিত করে বর্জন করা। তাদের শাস্তির আওতায় আনা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

বুধবার রাতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে বৈঠক শেষে কাকরাইল মসজিদ মোড়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মাহফুজ আলম। এ সময় বক্তব্য শুরুর মুহূর্তে কোনো অজ্ঞাত ব্যক্তি তার দিকে পানির বোতল ছুড়ে মারেন। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি।

উপদেষ্টা আরও বলেন, তিনি যমুনায় পৌঁছানোর পর যে ঘটনা ঘটেছে, সেটির দায়ভার আইনশৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত করে দেখবে। তিনি দাবি করেন, আন্দোলনের আড়ালে একটি গোষ্ঠী স্যাবোটাজের চেষ্টা করছে—যারা ইচ্ছাকৃতভাবে নানা আন্দোলনে প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টি করে।

তিনি বলেন, “তারা গত আট মাস ধরে একজন ব্যক্তিকে কেন্দ্র করে নানাভাবে অপপ্রচার চালিয়ে আসছে। সেই ব্যক্তি ও তার বিরুদ্ধে অনলাইনে প্রচলিত বিদ্বেষপূর্ণ আচরণ থেকেই বোঝা যায় কারা এসব ঘটনার পেছনে রয়েছে। আমি কারও নাম উল্লেখ করব না, কিন্তু গণমাধ্যম ও প্রশাসনের উচিত এসব গোষ্ঠীর রাজনৈতিক পরিচয় উদ্ঘাটন করা।”

সাধারণ শিক্ষার্থীদের উদ্দেশে মাহফুজ আলম বলেন, “তোমরা যাদের প্রকৃত আন্দোলনকারী মনে করো না, তাদের থেকে নিজেকে আলাদা করো। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের চিহ্নিত করো।”

আন্দোলনকারীদের দাবি প্রসঙ্গে তিনি বলেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আবাসন সমস্যাসহ তিনটি দাবি জানিয়েছেন। সেগুলোর যৌক্তিকতা মূল্যায়ন করবে শিক্ষা মন্ত্রণালয়। সরকারও এসব দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেবে। যেমন, তারা আবাসন ভাতা ৭০ শতাংশে উন্নীত করার কথা বলেছেন। বিষয়টি আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ দ্রুত সম্পন্ন করার দাবিও যৌক্তিক। তাছাড়া আগামী বাজেটে বরাদ্দ না কমিয়ে বরং তা বাড়ানোর দাবিও উঠেছে।”

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, খুব শিগগিরই প্রধান উপদেষ্টার নেতৃত্বে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে এবং সমস্যার সমাধান খোঁজা হবে।



এসএস

Share this news on:

সর্বশেষ

img
ইশরাককে মেয়র বানানোর দাবিতে দ্বিতীয় দিনের অবস্থান May 15, 2025
সাকিব মুশফিকের পর এবার আইসিসির সেরা ক্রিকেটার মিরাজ May 15, 2025
ঢাবি শিক্ষার্থী সাম্য হত্যার ঘটনায় প্রধান ৩ আসামী গ্রেপ্তার May 15, 2025
সাম্যর জন্য প্রেমিকার আবেগঘন ফেসবুক স্ট্যাটাস May 15, 2025
img
মৌলভীবাজারে নিষিদ্ধ আ.লীগ ও ছাত্রলীগের দুই কর্মী গ্রেফতার May 15, 2025
img
ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: পেজেশকিয়ান May 15, 2025
img
ফের হামলা চালাতে পারে ভারত, পাক প্রতিরক্ষামন্ত্রীর সতর্কবার্তা May 15, 2025
img
আজারবাইজান ও তুরস্ক বয়কটের ডাক ভারতীয় পর্যটকদের May 15, 2025
img
মেহেরপুর সীমান্তে ৪ স্বর্ণের বারসহ ২ জন আটক May 15, 2025
img
ইউএনওর সভায় আওয়ামী লীগ নেতার উপস্থিতির ঘটনায় সমালোচনার ঝড় May 15, 2025