ট্রাম্পের হুমকির কাছে মাথানত করবে না ইরান: পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির কাছে তার দেশ কোনোভাবেই মাথানত করবে না। বুধবার (১৪ মে) রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক ভাষণে পেজেশকিয়ান এ কথা বলেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা।

পেজেশকিয়ান বলেন, ‘ট্রাম্প ভাবছেন, এখানে এসে স্লোগান দিলে আমরা ভয় পাবো? আমরা ভয় পাই না। শুয়ে মরে যাওয়ার থেকে বীর হয়ে শহিদ হওয়া আমাদের কাছে অনেক গর্বের। ’
তিনি বলেন, ‘আপনি (ডোনাল্ড ট্রাম্প) আমাদের ভয় দেখাতে এসেছেন? আমরা কোনো হুমকির সামনে মাথানত করবো না। ’

ওইদিন সকালে রিয়াদে জিসিসি সম্মেলনে ট্রাম্পের করা এক মন্তব্যের প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট এ কথা বলেন। ওই সম্মেলনে ট্রাম্প বলেন, আমি ইরানের সঙ্গে একটি চুক্তি চাই। তবে ইরানকে সন্ত্রাসে সহায়তা বন্ধ করতে হবে, প্রক্সি যুদ্ধ থামাতে হবে, আর পরমাণু অস্ত্র তৈরির চেষ্টা চিরতরে ছেড়ে দিতে হবে।

ট্রাম্প আরও বলেন, ‘আমরা শান্তিপূর্ণ সমাধান চাই। কিন্তু ইরান যদি আমাদের প্রস্তাব না মানে, তাহলে আমরা কঠোর ব্যবস্থা নেব। ’

জবাবে ইরান বলেছে, ‘তারা আলোচনা করতে প্রস্তুত, কিন্তু কোনো ধরনের চাপ বা হুমকির সামনে নত হবে না। ’

পেজেশকিয়ান বলেন, শান্তিপূর্ণ আলোচনায় আমরা রাজি, তবে সম্মান রক্ষা করেই আলোচনা হবে। ভয় দেখিয়ে কিছু আদায় করা যাবে না।

যুক্তরাষ্ট্র বুধবার আবার নতুন নিষেধাজ্ঞা দিয়েছে। এবার ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির সঙ্গে জড়িত ছয় ব্যক্তি ও ১২টি প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

২০১৫ সালে ইরান ও বিশ্ব শক্তিগুলোর মধ্যে পরমাণু চুক্তি হয়েছিল। কিন্তু ট্রাম্প ২০১৮ সালে প্রেসিডেন্ট থাকাকালীন একতরফাভাবে চুক্তি থেকে সরে যান। এরপর থেকেই দু’দেশের সম্পর্ক খারাপ হতে থাকে।

বর্তমানে ওমানের মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্র পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসেছে। তবে এখনো কোনো চূড়ান্ত সমাধান আসেনি।

আরএম/টিএ

Share this news on:

সর্বশেষ

img
শান্তি আলোচনায় অংশ নিতে তুরস্কে রাশিয়ার প্রতিনিধি দল May 15, 2025
img
পাকিস্তানের পারমাণবিক অস্ত্রভাণ্ডার জাতিসংঘের নজরদারিতে থাকা উচিত: রাজনাথ সিং May 15, 2025
img
সাকিবকে বড় অংকের জরিমানা May 15, 2025
img
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ নেতা আটক May 15, 2025
img
জবির ৩ দফা দাবির প্রতি পূর্ণ সংহতি জানালেন উমামা ফাতেমা May 15, 2025
img
মারধরের সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মিশা সওদাগর May 15, 2025
img
সাবেক এমপি হেলেন ও দুই ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা May 15, 2025
img
তালহার প্রতিটি বিয়ে ও তালাকে হ্যাপির হাত ছিল, জানালেন আইনজীবী May 15, 2025
img
ফলপ্রসূ বৈঠক , মালয়েশিয়ার শ্রমবাজার আবারও খুলছে May 15, 2025
কাউকে গ্রেফতার করা হলে তার রাজনৈতিক পরিচয় দেয়া হচ্ছে না May 15, 2025