সাবেক এমপি হেলেন ও দুই ছেলের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

সাবেক নারী সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন ও তাঁর দুই ছেলের বিদেশ যাত্রায় আদালতের নিষেধাজ্ঞা

পটুয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি এবং সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন, ও তাঁর দুই ছেলে তাজ হোসেন তালুকদার ও মাহিন হোসেন তালুকদারের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

পটুয়াখালী সদর থানায় দায়ের করা একটি মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইমরান আহমেদ বুধবার (১৪ মে) বিকেলে এই আদেশ দেন।

জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন জানান, মামলাটির পরবর্তী তারিখ ধার্য রয়েছে ২৮ মে, যখন তদন্ত প্রতিবেদন উপস্থাপন করার কথা। মামলার তদন্ত কর্মকর্তা খায়রুল আলম আদালতে হাজির হয়ে আসামিদের বিদেশ পালানোর সম্ভাবনা থাকার কথা তুলে ধরে নিষেধাজ্ঞার আবেদন করেন।

আদালতের নথিপত্রে দেখা যায়, আসামিরা পলাতক এবং তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের ২৫(১) ধারায় অভিযোগ রয়েছে। তারা দেশ ত্যাগ করলে তদন্ত ও বিচার প্রক্রিয়ায় বিঘ্ন ঘটতে পারে বলে আদালত মনে করে।

তাই মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বা নতুন কোনো নির্দেশ না দেওয়া পর্যন্ত আসামিদের বিরুদ্ধে জারি করা বিদেশ গমনের নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে রায় দেওয়া হয়।

জানা যায়, চলতি বছরের ১০ ফেব্রুয়ারি সরকারি কম্বল আত্মসাতের অভিযোগে হেলেন ও তাঁর দুই ছেলের বিরুদ্ধে পটুয়াখালী সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

আদালতের আদেশের অনুলিপি পররাষ্ট্র মন্ত্রণালয়, পুলিশ সদর দপ্তর, স্পেশাল ব্রাঞ্চ, জেলা প্রশাসন ও সংশ্লিষ্ট থানাসহ বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে।

টিকে/টিএ

Share this news on: