এনসিপি নেতার বিরুদ্ধে জুলাই বিক্রির অভিযোগ

জুলাই বিক্রির অভিযোগ উঠেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা নাহিদ উদ্দিন তারেক ও তার এক সহযোগী সিনথিয়া আয়েশার বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১৫ মে) রাতে ফেসবুকে করা এক পোস্টে এ অভিযোগ তোলেন আলোচিত ঢাবি শিক্ষার্থী মহিউদ্দিন রনি।

পোস্টে রনি লিখেন, রেলের ডিজির একান্ত সচিবের রুমে বসে এনসিপির নেতা নাহিদ উদ্দিন তারেক ও তার এক সহযোগী সিনথিয়া আয়েশাকে জুলাই বেঁচতে দেখলাম।

আর এদিকে ১০ মাস পরেও জুলাইয়ে হাত, পা, চোখ হারানো ভাইগুলো চিকিৎসা না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছে। বৈষম্যেবিরোধী ছাত্র জনতার মাথা বেঁচে এরা যেই বৈষম্যমূলক জঘন্য কাজে লিপ্ত হলো এদের দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই।

এদিকে যাই করেন, ছাত্রলীগ হইতে যাইয়েন না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ।

বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে ফেসবুকে করা এক পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি।

পোস্টে মাসউদ লিখেন, ‘ট্রাকে করে বহিরাগত এনে ভিসি স্যারের বাসভবনের সামনে অবস্থান করলেন, তারপর আবার ফ্যাকাল্টিতে গিয়ে হুমকি-ধমকি দিয়ে ক্লাস পরীক্ষা বন্ধ করতে গেলেন।

আর কত্ত!! যাই করেন, ছাত্রলীগ হইতে যাইয়েন না।’

আরআর/এসএন

Share this news on: