প্রযুক্তি জায়ান্ট অ্যাপলকে ভারতে তাদের পণ্য উৎপাদন করুক তা চান না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অ্যাপলের প্রধান নির্বাহী টিম কুকের সঙ্গে এক আলোচনায় তিনি এই ইচ্ছার কথা জানান। কোম্পানিটিকে যুক্তরাষ্ট্রে উৎপাদনের দিকে মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন ট্রাম্প।
আজ বৃহস্পতিবার (১৫ মে) ট্রাম্প বলেন, ‘আমি টিম কুককে বলেছি, ভারতে কারখানা করার ব্যাপারে আমাদের আগ্রহ নেই, আমরা চাই তোমরা এখানে (যুক্তরাষ্ট্রে) তৈরি করো।’
অ্যাপল যুক্তরাষ্ট্রে তাদের উৎপাদন বাড়াতে যাচ্ছে উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘আমি টিমকে বললাম, টিম দেখো, বছরের পর বছর ধরে চীনে তুমি যত কারখানা করেছ, আমরা মেনে নিয়েছি, এখন তোমাকে আমাদের জন্য তৈরি করতে হবে। ভারতে কারখানা করার ব্যাপারে আমাদের আগ্রহ নেই, ভারত নিজেদের যত্ন নিতে পারে... আমরা চাই তুমি এখানে তৈরি করো।’
অ্যাপল চীনের ওপর নির্ভরতা কমাতে আগামী কয়েক বছরে বিশ্বব্যাপী আইফোনের প্রায় ২৫ শতাংশ ভারতে তৈরি করার লক্ষ্য নিয়েছে। বর্তমানে তাদের ফ্ল্যাগশিপ স্মার্টফোনের প্রায় ৯০ শতাংশ চীনে সংযোজিত হয়।
এমন এক সময় অ্যাপল সম্পর্কে এই মন্তব্য করলেন ট্রাম্প, যখন ভারতের সঙ্গে ওয়াশিংটনের বৃহত্তর বাণিজ্য সম্পর্ক নিয়ে আলোচনা হচ্ছে। তিনি ভারতকে ‘বিশ্বের অন্যতম সর্বোচ্চ শুল্কযুক্ত দেশ’ হিসেবে অভিহিত করেন।
বিশেষজ্ঞরা মনে করেন, যুক্তরাষ্ট্রে আইফোন তৈরি করলে এর দাম অনেক বেড়ে যাবে। অনুমান করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে আইফোন তৈরি করলে এর দাম ১ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৫০০ ডলারের গিয়ে দাঁড়াবে। অ্যাপল বর্তমানে যুক্তরাষ্ট্রে খুব কম পণ্য তৈরি করে।
এমআর