মার্কিন বাণিজ্যের প্রস্তাবেই কি যুদ্ধবিরতি, যা জানাল ভারত

র্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রস্তাবের ফলে ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির সিদ্ধান্ত নেওয়া হয়নি, বরং ভারতের সামরিক অভিযানের সফলতায় পাকিস্তান আলোচনার টেবিলে বসতে বাধ্য হয়েছে- এমনটাই দাবি করছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। আজ বৃহস্পতিবার (১৫ মে) ‘অপারেশন সিঁদুর’ ও পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতি প্রসঙ্গে কথা বলতে গিয়ে জয়শঙ্কর এই মন্তব্য করেন।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা পাকিস্তানি সামরিক বাহিনীর ওপর হামলা করিনি, তাই তাদের হস্তক্ষেপ না করার সুযোগ ছিল। কিন্তু তারা সেই ভালো পরামর্শ গ্রহণ করেনি।’

জয়শঙ্কর আরও বলেন, ‘স্যাটেলাইট ছবিগুলোতে স্পষ্টভাবে দেখা গেছে, আমরা কতটা ক্ষতি করেছি আর তারা কতটা কম ক্ষতি করেছে। যারা ৭ মে পিছু হটতে রাজি ছিল না, তারাই ১০ মে পিছু হটতে এবং আলোচনা করতে রাজি হয়েছিল। এতেই স্পষ্ট, কারা যুদ্ধবিরতি চেয়েছিল।’

ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনার প্রসঙ্গ উঠলে জয়শঙ্কর বলেন, ‘ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য আলোচনা চলছে। এগুলো জটিল আলোচনা এবং সবকিছু চূড়ান্ত না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যেকোনো বাণিজ্য চুক্তি উভয় দেশের জন্যই ‘পারস্পরিক উপকারী’ হতে হবে।’

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি স্থাপিত হয়েছে—এই মন্তব্যের প্রেক্ষাপটে জয়শঙ্কর এই প্রতিক্রিয়া জানান।

এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি স্থাপিত হয়েছে। ভারত ও পাকিস্তানের সংঘাত বন্ধ করার বিনিময়ে তার প্রশাসন বাণিজ্যের প্রস্তাব দিয়েছিল। তবে ভারত সরকার ট্রাম্পের এই দাবি নাকচ করে দিয়েছে। 

এমআর


Share this news on:

সর্বশেষ