সাড়ে তিন মাসের ছেলেকে কোলে নিয়েই শুটিংয়ে ফিরছেন রূপসা
মোজো ডেস্ক 07:20AM, May 16, 2025
সন্তান জন্মের পর অনেকেই মনে করেন, মায়ের জীবন শুধুই আত্মত্যাগের প্রতিচ্ছবি হয়ে ওঠে। তবে ওপার বাংলার অভিনেত্রী রূপসা চ্যাটার্জি এই ধারণাকে চ্যালেঞ্জ জানিয়ে প্রমাণ করেছেন, মাতৃত্ব ও পেশাগত জীবন একসঙ্গে সামলানো সম্ভব।
সম্প্রতি, মাত্র সাড়ে তিন মাস বয়সী ছেলেকে কোলে নিয়েই কাজে ফিরেছেন রূপসা। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, তিনি ছেলেকে কোলে নিয়ে আছেন। ভারতীয় গণমাধ্যমকে তিনি জানান, "একটু অন্যরকম ফরম্যাট। ওয়েবের কাজ। সবে লুক টেস্ট হলো। তাই ওকে সঙ্গে নিয়েই এসেছি। এবং আগামীতেও ওকে নিয়েই কাজটা করব।"
তিনি আরও বলেন, "ও তো এখন ব্রেস্ট ফিড করে। তাই রেখে তো যেতে পারব না কোনো ভাবেই। আমার মা সঙ্গে যাবে। যখনই খিদে পাবে একটু খাইয়ে দেব। বাকি সময়টা দিব্য থাকবে আশা করি। সঙ্গে গেলে আমারও চিন্তা কম থাকবে।"
রূপসা জানান, তার ছেলে এখনও সলিড ফুড শুরু করেনি, তাই ব্রেস্ট ফিড করে রেখে যাওয়ার থেকে সঙ্গে করে নিয়ে যাওয়াই ভালো বলে মনে হয়েছে তার। তিনি বলেন, "ওরও তো জানা উচিত ওর মা কী কাজ করে।"