দুর্নীতির দায়ে মৌরিতানিয়ার সাবেক প্রেসিডেন্টকে ১৫ বছর কারাবাসের সাজা

দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের দায়ে পশ্চিম আফ্রিকার দেশ মৌরিতানিয়ার সাবেক প্রেসিডেন্ট মোহামেদ ঔলদ আবদেল আজিজকে ১৫ বছর কারাবাসের সাজা দিয়েছেন দেশটির উচ্চ আদালত। গতকাল বৃহস্পতিবার এই রায় ঘোষণা করা হয়েছে।

মৌরিতানিয়ার সাবেক সেনাপ্রধান মোহামেদ ঔলদ আবদেল আজিজ ২০০৮ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। পরের বছর তিনি নির্বাচন দেন এবং সেই নির্বাচনে জয়ী হয়ে মৌরিতানিয়ার প্রেসিডেন্ট হন। ২০১৯ সালে তিনি আর নির্বাচনে প্রার্থিতা থেকে বিরত থাকেন এবং শান্তিপূর্ণভাবে বর্তমান প্রেসিডেন্ট মোহামেদ ঔলদ ঘাজৌয়ানির কাছে ক্ষমতা হস্তান্তর করেন।

সন্ত্রাসবাদের বিরুদ্ধে সোচ্চার এবং পশ্চিমা বিশ্বের মিত্র হিসেবে পরিচিত মোহামেদ ঔলদ আবদেল আজিজের বিরুদ্ধে প্রথম দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ ওঠে ২০২১ সালে। ২০২৩ সালে এ সংক্রান্ত এক মামলায় আবদেল আজিজকে ৫ বছর কারাবাসের সাজা দেন মৌরিতানিয়ার নিম্ন আদালত।

নিম্ন আদালতের রায় ঘোষণার পর তা বাতিল চেয়ে উচ্চ আদালতের শরণাপন্ন হন আবদেল আজিজের আইনজীবী টিম। অন্যদিকে ‘নিম্ন আদালতের রায় নমনীয় হয়েছে’— এই যুক্তিতে উচ্চ আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষও। প্রায় দু’বছর শুনানির পর গতকাল বৃহস্পতিবার মোহামেদ ঔলদ আবদেল আজিজকে দোষী সাব্যস্ত করে ১৫ বছরের কারাদণ্ড দেন উচ্চ আদালত।

আদালতের রায়ের পর তার প্রতিক্রিয়ায় ঔলদ আবদেল আজিজের আইনজীবী মোহামেদেন ইচিদৌ রয়টার্সকে বলেন, “আমরা সন্তুষ্ট নই। আদালত সরকারের চাপে এই রায় ঘোষণা করেছেন।”

অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্রাহিম এবেতি আদালতের রায়কে স্বাগত জানিয়ে রয়টার্সকে বলেন, “রাষ্ট্রপক্ষ আদালতে যত সাক্ষ্য-প্রমাণ হাজির করেছে, সেগুলোর প্রতিটিই বলছে যে রাষ্ট্রপ্রধান হিসেবে মোহামেদ ঔলদ আবদেল আজিজ একজন স্বেচ্ছাচারী, দুর্নীতিগ্রস্ত, ক্ষমতার অপব্যবহারকারী ও মুদ্রাপাচারকারী ছিলেন। আমরা আদালতের রায়ে সন্তুষ্ট।”


এসএস/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নারী খামারিদের জন্য প্রকল্প নিচ্ছে সরকার: প্রাণিসম্পদ উপদেষ্টা May 16, 2025
img
রাঙামাটিতে ভেঙে ফেলা হচ্ছে শেখ মুজিবের ভাস্কর্য May 16, 2025
img
‘সবার আগে বাংলাদেশ’ নীতি প্রতিষ্ঠা করতে হবে : সালাহউদ্দিন আহমেদ May 16, 2025
img
প্রতিশ্রুতি দিচ্ছি, জবির সব সমস্যা সমাধান করা হবে : ইউজিসি চেয়ারম্যান May 16, 2025
"ড. ইউনূস কি জাদু জানেন? মান্নার বিস্ফোরক প্রশ্ন!" May 16, 2025
নতুন কালুরঘাট সেতুর কিমি প্রতি ব্যয় পদ্মা সেতুর কাছাকাছি May 16, 2025
কেন এতদিনেও প্রকাশ করা গেল না জুলাই ঘোষণাপত্র? May 16, 2025
ভারতের উদ্দেশ্যে যা বললেন আখতার হোসেন May 16, 2025
জবি আন্দোলন ও বোতল কাণ্ডে যা বললেন মাহফুজ May 16, 2025
আন্দোলনকে পুঁজি করে মাঠে ফিরতে চাচ্ছে আ.লীগ? May 16, 2025