দেশের ঘরোয়া ক্রিকেটে নিয়মিত খেলে থাকেন সালমান হোসেন। খেলেছেন ডিপিএল, এনসিএল বয়সভিত্তিক ক্রিকেটেও। তবে গেল কিছুদিন আগে পায়ের ইনজুরিতে পড়েছিলেন সালমান। মূলত অনুশীলনের সময় লিগামেন্ট ছিঁড়ে যায় এই ক্রিকেটারের। পরে জানা যায় অপারেশন করাতে হবে।
চিকিৎসার জন্য পর্যাপ্ত অর্থ নেই জানিয়ে কিছু দিন আগে ফেসবুকে পোস্ট করেছিলেন সালমান। এবার তার পাশে দাঁড়াল বিসিবি। সভাপতি ফারুক আগমেদের সঙ্গে আজ বৃহস্পতিবার দেখা করেছেন তিনি। এরপর নিশ্চয়তা পেয়েছেন চিকিৎসার। পরে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরির সঙ্গেও পরামর্শ করেন সালমান।
সালমান জানান চিকিৎসকের সঙ্গে আলোচনা করেই অপারেশনের তারিখ চূড়ান্ত করবে বিসিবি। এর আগে ফেসবুক পোস্টে সালমান লিখেছিলেন, 'আমি মোঃ সালমান হোসেন। আমার বাড়ি সাতক্ষীরা জেলার আশাশুনি থানার খলিশানী গ্রামে।আমি একজন প্রথম শ্রেনীর ক্রিকেটার। আমি খুলনা ডিভিশন থেকে জাতীয় লিগ ও ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছি। সাতক্ষীরা জেলা টিম সাতক্ষীরা ওনূর্ধ্ব-১৮ খুলনা ডিভিশন, অনূর্ধ্ব-১৮ ক্রিকেট টিমের প্রতিনিধিত্ব করেছি সুনামের সহিত।'
'আমি বিগত ঢাকা প্রিমিয়ার লিগের কিছুদিন আগে অনুশীলন করতে গিয়ে মারাত্মক ইনজুরিতে আক্রান্ত হয়। আমার ডান পায়ের লিগামেন্ট ছিড়ে গেছে। এমতাবস্তায় ফিজিও বা ডাক্তাররা আমাকে সার্জারীর পরামর্শ দিয়েছে। সার্জারী না করালে হয়তো আমি আর ক্রিকেট খেলতে পারবো না। এই সার্জারীর জন্য ৩ থেকে ৪ লক্ষ টাকার প্রয়োজন। আমি এবং আমার পরিবারের পক্ষে এত টাকা খরচ করে অপারেশন করা কোনোভাবে সম্ভব নয়।'
'একজন প্রথম শ্রেনীর ক্রিকেটার হিসাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে আকুল আবেদন করছি আমাকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। আরও যারা বিত্তশালী আছেন তাদের কাছে অনুরোধ করছি তারা আমাকে একটু সাহায্য করুন। সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা ও সাতক্ষীরা ডিসি স্যারকে অনুরোধ করবো আপনারা একটু আমাকে সাহায্য করুন।আমি আবার আগের মত সুস্থ হয়ে মাঠে ফিরতে চাই। বাংলাদেশ ক্রকেট বোর্ড চাইলে আমাকে পূর্ন সহযোগিতা করতে পারেন। কারন আমি একজন প্রথম শ্রেনীর ক্রিকেটার। আমি এখনো স্বপ্ন দেখি দেশকে প্রতিনিধিত্ব করার।'
এফপি/এস এন