মারধরের সেই ভিডিও নিয়ে মুখ খুললেন মিশা সওদাগর

হাসপাতালে ভর্তি হয়েছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় খলনায়ক মিশা সওদাগর। প্রায় ৯ বছর আগে ‘মিসড ক‘ নামে একটি সিনেমার শুটিং করতে গিয়ে গুরুতর আহত হয়েছিলেন মিশা। সে সময় তার ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। চিকিৎসা নিয়ে সুস্থও হয়েছিলেন।

সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকের পরামর্শ ছিল হাঁটুর অস্ত্রোপচার করা। সে উদ্দেশ্যেই বেশ কিছুদিন আগে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান মিশা সওদাগর।

বৃহস্পতিবার (১৫ মে) যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সকালে তার হাঁটুর অস্ত্রোপচার করা হয় বলে জানা গেছে। এদিকে, মিশার অস্ত্রোপচার সময়েই ইন্টারনেটে ভাইরাল হয়েছে একটি ভিডিও।

যেখানে দাবি করা হয়, অভিনেতা মিশা সওদাগর মব-এর শিকার হয়েছেন। তাকে রাস্তায় মারধর করেছেন একদল উৎসুক জনতা। এরপর তার হাসপাতালের বিছানায় শুয়ে থাকার ছবিটি ছড়িয়ে পড়তেই ভক্তরা ভাবেন তিনি মারধরের শিকার হয়েছেন। অনেকই মনে করেন, আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এই অভিনেতা।

তবে বিষয়টি ঠিক নয়। মিশাকে মারধরের ভিডিওটি সত্যি নয়। বিষয়টি সোশ্যাল মিডিয়ায় তোলপাড় ফেললে অসুস্থ শরীরেই ফেসবুকে লাইভে আসতে বাধ্য হন এ অভিনেতা। ফেসবুক লাইভে মিশাকে বলতে শোনা যায়, তিনি সাধারণত লাইভে আসেন না। তারপরেও তিনি হাসপাতালে বসে লাইভে আসতে কিছুটা বাধ্য হলেন।

কে বা কারা যেন তার নামে একটি ভিডিও ছেড়েছেন। এতে তিনি ভীষণ অপ্রস্তুত হয়ে পড়েছেন। এমনটা করা ঠিক হয়নি।

এমন ভিডিও প্রকাশ সঙ্গে মিশা আরও বলে, ‘এজন্য আমি নিন্দা জ্ঞাপন করলাম।’

যুক্তরাষ্ট্রের ডালাসের একটি হাসপাতালে মিশা সওদাগরের হাঁটুর সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। বর্তমানে ভালো আছেন অভিনেতা। তার স্বাস্থ্য বিষয়ে ভক্তদের উদ্দেশে অভিনেতা জায়েদ খান বলেন, ‘মিশা ভাই তার হাঁটুতে ব্যথা পেয়েছিলেন কয়েক বছর আগে। ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছিল। খুব কষ্ট করতেছিলেন পায়ের ব্যথা নিয়ে। অবশেষে সফলভাবে সেটির অপারেশন সম্পন্ন হলো। আপাতত তিনি ভালো আছেন। বিশ্রামে রয়েছেন।’

২০১৬ সালে সাফি উদ্দিন সাফি পরিচালিত ‘মিসড কল’ সিনেমায় বৃহন্নলা (তৃতীয় লিঙ্গ) চরিত্রে অভিনয় করেছিলেন। ছবিতে বেশ কয়েকজন বৃহন্নলাকে নিয়ে একটি গানের দৃশ্যে নাচের শুটিং করতে গিয়ে পড়ে গিয়ে পায়ে ব্যথা পান মিশা সওদাগর। পরে চিকিৎসকরা জানিয়েছিলেন তার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গেছে।

আরআর/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সোহরাওয়ার্দী উদ্যান গেটে দেয়াল, আলাদা হচ্ছে টিএসসি May 15, 2025
img
ক্রেতা সেজে দিনদুপুরে যেভাবে কোটি টাকার স্বর্ণ চুরি করলেন ৫ নারী! May 15, 2025
img
প্যান-ইন্ডিয়া প্রজেক্টে দীপিকার প্রত্যাবর্তন, প্রভাসের বিপরীতে ‘স্পিরিট’-এ অভিনয় নিশ্চিত May 15, 2025
img
‘মোদি, আমাদের জ্ঞান দিও না’ বলে কড়া বার্তা শাহবাজ শরিফের May 15, 2025
img
দিল্লির হয়ে আইপিএলে অন্তত দুই ম্যাচে খেলবেন মুস্তাফিজ May 15, 2025
img
তোমার আচরণ এখন ফ্যাসিবাদীর মতো—উপদেষ্টা মাহফুজকে জবি শিক্ষক May 15, 2025
img
রওশন এরশাদের বাড়িতে নির্মাণাধীন রেস্টুরেন্ট ভাঙচুর May 15, 2025
img
শাহবাজ শরিফের সঙ্গে আলোচনায় সম্মত ইমরান খান May 15, 2025
img
রাবিতে নিজ চেম্বারে ছাত্রীর সঙ্গে শিক্ষক, বরখাস্তের দাবি শিক্ষার্থীদের May 15, 2025
img
সন হিউং-মিনকে ‘সন্তানের বাবা’ দাবি করে ব্ল্যাকমেইল,গ্রেফতার ২ May 15, 2025